রবিবার , ২৩ আগস্ট ২০১৫ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কক্সবাজার
  9. করোনাভাইরাস
  10. খেলাধুলা
  11. জাতীয়
  12. জেলা-উপজেলা
  13. পর্যটন
  14. প্রবাস
  15. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

ইউএনও বদলি, বদলির তদবির অনেকের কর্মকর্তা শূন্য উখিয়া, উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত

প্রতিবেদক
কক্সবাজার আলো
আগস্ট ২৩, ২০১৫ ১২:৩৪ অপরাহ্ণ
ইউএনও বদলি, বদলির তদবির অনেকের কর্মকর্তা শূন্য উখিয়া, উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত

সাংসদ আব্দুর রহমান বদির হাতে শারিরীক ভাবে লাঞ্চিত হওয়া এলজিইডির সাবেক উখিয়া উপজেলা প্রকৌশলী বদলির ১০ দিন পার হলেও কোন উপজেলা প্রকৌশলীকে উখিয়ায় পদায়ন করা হয়নি। উপজেলা প্রকৌশলী লাঞ্চিতের ঘটনার প্রত্যক্ষদর্শী উপজেলা নির্বাহী অফিসার হিল্লোল বিশ্বাস তদবির করে অন্যত্র বদলি হয়েছেন। ইতিমধ্যে সহকারী কমিশনার (ভূমি) তদবির করে বদলি হয়ে উখিয়া ছেড়েছেন। আরো অনেক সরকারী কর্মকর্তা কর্মচারী বদলীর জোর চেষ্টা চালাচ্ছেন বলে খবর পাওয়া গেছে। উখিয়া উপজেলায় কর্মকর্তা শূন্য হওয়ার আশংকায় এখানে সার্বিক উন্নয়ন কর্মকান্ড ব্যাহত হওয়ার উপক্রম হয়েছে। গত ১২ আগষ্ট উখিয়া উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমম্বয় সভায় উপস্থিত হতে সামান্য বিলম্ব হওয়ায় সাংসদ আব্দুর হরমান বদি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উখিয়া উপজেলা প্রকৌশলী মোস্তফা মিনহাজের অফিসে উপস্থিত হয়ে তাঁকে শারীরিক ভাবে লাঞ্চিত করেন। পরদিন ১৩ আগষ্ট উক্ত উপজেলা প্রকৌশলীকে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ফেনি জেলার সোনাগাজি উপজেলা প্রকৌশলী হিসাবে তাৎক্ষনিক বদলি করা হয়। এঘটনায় দেশের প্রকৌশলী সমাজ সহ পেশাজীবি সংগঠন বিক্ষুদ্ধ হয়ে উঠে। এ প্রেক্ষিতে এখানে দায়িত্ব কর্তব্য পালনের চরম ঝুঁকির কথা বিবেচনা করে সরকারী অফিস গুলোর কর্মকর্তা-কর্মচারীরা নিজ উদ্যেগে অন্যত্র বদলি হয়ে যেতে জোর তদবিরে নেমেছেন বলে খবর পাওয়া গেছে। গত ১৯ আগষ্ট উখিয়া থেকে বদলী হয়ে কুমিল্লা জেলায় চলে গেছেন সহকারী কমিশনার (ভূমি) এএইচএম মাহফুজুর রহমান। চট্টগ্রাম ওয়াসার নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসাবে ইতিমধ্যে বদলি আদেশ চলে এসেছে উপজেলা নির্বাহী অফিসার হিল্লোল বিশ্বাসের। যা তিনি নিশ্চিত করেছেন। উপজেলার অফিস পাড়ায় খবর নিয়ে জানা গেছে এবং নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা-কর্মচারীরা বলেছেন, লেখা পড়া করে মান সম্মানের জন্য সেবা করতে সরকারী চাকুরী করা। আর সেখানে সম্মান হারানোর মত ঝুঁকি নিতে যাওয়া ঠিক হবে না। জানা গেছে, ইতিমধ্যে এলজিইডির হিসাব রক্ষক সহ উপ-সহকারী প্রকৌশলী, কার্য সহকারীগণ বদলির তদবিরে নেমে পড়েছেন। এমনিতে উপজেলা শিক্ষা কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা, প্রাণী সম্পদ সার্জন, নিবাচন কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা সহ অনেক গুরুত্ব পূর্ণ পদে উখিয়ায় শূণ্যতা রয়েছে। তার উপর অন্যান্য সরকারী পদের কর্মকর্তা-কর্মচারীরা স্বেচ্ছায় অন্যত্র বদলি হওয়ার তদবিরে নেমে পড়েছেন। – সূত্র দৈনিক কক্সবাজার

সর্বশেষ - কক্সবাজার

https://coxsbazaralo.com/