সোমবার , ২৪ আগস্ট ২০১৫ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কক্সবাজার
  9. করোনাভাইরাস
  10. খেলাধুলা
  11. জাতীয়
  12. জেলা-উপজেলা
  13. পর্যটন
  14. প্রবাস
  15. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

ঈদগাঁও’র মফস্বল এলাকায় তরুণ প্রজন্মের উদ্যোগে সাহিত্য সাময়িকী বেড়েই চলছে

প্রতিবেদক
কক্সবাজার আলো
আগস্ট ২৪, ২০১৫ ১০:৫৫ পূর্বাহ্ণ

এম. আবুহেনা সাগর, ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে তরুণ প্রজন্মের উদ্যোগে সাহিত্য সাময়িকী বেড়েই চলছে। বৃহত্তর ঈদগাঁও তথা ছয় ইউনিয়নের আওতাধীন ঈদগাঁও’র মফস্বল এলাকা থেকে সাহিত্য সাময়িকী বেড়েই যাচ্ছে। জানা যায়, সাংবাদিক, লেখক,  ব্যক্তি এবং নানা সংগঠনের উদ্যোগে প্রকাশিতব্য সাহিত্য সাময়িকীর মধ্যে-ঈদগাঁও থেকে প্রকাশিত মাসিক পত্রিকা ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দীনের সম্পাদনায় ঈদগাঁও বার্তা, দৈনিক আজকের কক্সবাজারের ঈদগাঁওস্থ নিজস্ব প্রতিনিধি এম.আবু হেনা সাগরের সম্পাদনায় ঈদগাঁও পত্র, দৈনিক ইনানীর স্টাফ রিপোর্টার মোঃ রেজাউল করিমের সম্পাদনায় ঈদগাঁও কন্ঠ, সাহিত্যিক ও সাংবাদিক হুমায়ুন আজাদ ছিদ্দিকের সম্পাদনায় পাক্ষিক নান্দনিক, দৈনিক আমাদের কক্সবাজারের স্টাফ রিপোর্টার সেলিম উদ্দীনের সম্পাদনায় আলোকিত ঈদগাঁও, দৈনিক সৈকতের প্রতিনিধি মিজানুর রহমানের সম্পাদনায় ঈদগাঁও দর্পন প্রকাশিত হয়। এছাড়া সাময়িকী ম্যাগাজিনের মধ্যে রয়েছে- ঘোষণা সম্ভার, দুরালাপ, পল্লব, বর্নালী, স্মৃতির সাগরের ঢেউ, স্মৃতির বাঁধন, যাত্রিক, সত্যের রাহগীর, আলমাছ কানন-৩, মফস্বল সংবাদ, ঐ নতুনের কেতন উড়ে, প্রবাসী বধূর প্রেম,  নির্বাক সময় ও কলবর, স্মৃতির মনোহর। এদিকে বৃহত্তর ঈদগাঁওর প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে উঠে আসা বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসায় পড়–য়া মেধাবী শিক্ষার্থীদের যৌথ কিংবা একক উদ্যোগে হরেক রকম ম্যাগাজিন, কবিতাপত্র কিংবা সাহিত্য সাময়িকী প্রকাশ করার উদ্যোগ চলছে বলেও একাধিক সূত্রে প্রকাশ। তবে এ ব্যাপারে কয়েকজন সাহিত্যমোদী ব্যক্তিদের সাথে আজকের কক্সবাজারের এ প্রতিনিধির আলাপ হলে জেলা সদরের বৃহত্তর এলাকা ঈদগাঁও থেকে নতুন প্রজন্মের তরুণরা যে সাহিত্য সাময়িকীর প্রতি ঝুঁকে পড়ছে তাতে আমরা আনন্দিত। নানা অন্যায়-অত্যাচার থেকে নিজেকে সরিয়ে এসে মফস্বল এলাকার উঠতি প্রজন্মের যুবকরা এভাবে নানা বই প্রকাশের উদ্যোগকে সাধুবাদ জানান।

সর্বশেষ - কক্সবাজার

https://coxsbazaralo.com/