এম. আবুহেনা সাগর, ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও আর রামু উপজেলার পাহাড়ী জনপদ ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় ফের ঔষধ কোম্পানীর এমআরসহ তিনজনকে অপহরণ করেছে বলে খবর পাওয়া গেছে। জানা যায়, ৩ আগষ্ট দুপুর আড়াইটার দিকে ঈদগড় থেকে সিএনজি যোগে ঈদগাঁও আসার পথে উক্ত সড়কের হিমছড়ি ঢালায় উক্ত তিনজনকে অপহরণ করেছে অপহরণকারী চক্র। তন্মধ্যে একজনের বাড়ি বাইশারী, আরেক জনের বাড়ি ঈদগড় এবং অপরজন ঔষধ কোম্পানীর এমআর বলে জানা যায়। তবে তাদের পূর্ণ পরিচয় পাওয়া যায়নি। এদিকে সিএনজি ড্রাইভার রমজানের মতে, হিমছড়ি পয়েন্টে অপহরণ ঘটনার সময় ঈদগাঁও-ঈদগড় সড়কে টহল পুলিশ ছিল না। তবে এদিকে ঈদগাঁও পুলিশের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি অপহৃতদের উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন বলে জানান। উল্লেখ্য যে, উক্ত পয়েন্টে বারবার ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটলেও স্থানীয় পুলিশের টনক নড়ছে না বলে সচেতন মহলের অভিযোগ। এমনকি ঈদগাঁও-ঈদগড় ও বাইশারী এলাকার অসহায় সাধারণ লোকজন নানা কাজের জন্য যাতায়াত করছে নানা উদ্বেগ ও উৎকণ্ঠা নিয়ে।