মাহমুদুল হক বাবুল, উখিয়া :
উখিয়ায় ফারইষ্ট কর্মকর্তার অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে ভুক্ত ভোগীরা থানায় এজাহার দায়ের করেছে। থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সদর ষ্টেশনস্থ সালাম বিল্ডিংয়ের ২য় তলায় ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লিঃ কোম্পানিতে জালিয়াপালং ইউনিয়নের মনখালী গ্রামের মোঃ ইলিয়াছ একটি বীমা করেন। সেই বীমার মেয়াদ সম্প্রতি ১০ বছর পূর্ণ হওয়ার পর ইলিয়াছের নামে কোম্পানী থেকে ৯০ হাজার টাকার চেক আসে । ইলিয়াছ দেশের বাইরে থাকার কারনে তার বাড়ীর সমস্ত বিষয় গুলো দেখা শুনা করেন ইলিয়াছের স্ত্রী খালেদা বেগম । ফারইষ্ট ইনচার্জ রশিদুল আলম প্রবাসীর স্ত্রী খালেদা বেগমকে চেক দেওয়ার নাম করে মনখালী থেকে কয়েক দফা ফোন করে উখিয়া অফিসে নিয়ে এসে অনৈতিক প্রস্তাব দিয়ে থাকে বলে খালেদা বেগম সাংবাদিকদের অভিযোগ করে বলেন। খালেদা বেগম আর বলেন, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানির সাংগঠনিক কর্মকর্তা রশিদুল আলম মোবাইল ফোনে বার বার চেক দেয়ার অজুহাত দেখিয়ে অনৈতক প্রস্তাব ও হোটেলে যেতে বলেন আমাকে । আমি তার প্রস্তাবে রাজি না হলে ৫০ বছরে ও চেক দেওয়া হবেনা বলে তিনি জানান। সচেতন মহলরা বলেন, অতীতে ও এই ফারইষ্ট কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের আর অনেক নারী কেলাংকারীর অভিযোগ রয়েছে বলে তিনি জানান। সচেতন মহলরা আর বলেন, মেয়াদ শেষে চেক নিতে এসে যদি দেহ দিতে হয় , তাহলে এই কর্মকর্তার ও কোম্পানীর উপর থেকে মানুষ চরম আস্থা সংখ্যটে পড়বে বলে ধারণা করেন সচেতন মহলরা। এ ব্যাপারে ফারইষ্ট কর্মকর্তা রশিদুল আলমের কাছ থেকে জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে মোবাইল ফোনটি কেটে দেন।