উখিয়া প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্র“ বাজারে মরা গরুর মাংস খোলা বাজারে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্রেতা-বিক্রেতার মাঝে রক্তক্ষয় সংঘর্ষের আশংকা রয়েছে। গত মঙ্গলবার সন্ধা সাড়ে ৭ টার দিকে ঘুমধুম বড়বিল এলাকায় এ ঘটনাটি ঘটে। ঘুমধুম ইউনিয়নের বড়ুয়া পাড়া এলাকার সুদর্শন বড়–য়ার অসুস্থ গরু মারা গেলে গরুটি একই ইউনিয়নের বড়বিল মগঘাট এলাকার পেশাদার কসাই সাহাব মিয়ার নেতৃত্বে নুরুল আলম, আলী আকবর, জসিম উদ্দিন, সাহাব উদ্দিন, আমির হোসেন গরুটি ক্রয় করেন। পরবর্তীতে রাতের আধারে গরুটি জবাই করার পর তার বাজারে বিক্রি করতে আসলে ক্রেতাদের সন্দেহ হয়। এক পর্যায়ে ক্রেতারা মাংস বিক্রেতাদের চ্যালেঞ্জ ছুটে দিলে প্রত্যক্ষদর্শীর বিবরণে সুদর্শন বড়–য়ার মারা যাওয়া গরুটিই কসাইরা জবাই করে মাংস বিক্রি করে। এ ঘটনা নিয়ে কয়েকজন ক্রেতা সাধারণের সাথে মাংস বিক্রেতাদের তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মোঃ শাহা আলম ঘটনার সত্যতা স্বীকার করে করেন।