উখিয়া প্রতিনিধি :
কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্টে দায়িত্বরত বিজিবি’র সদস্য সোমবার ভোর ৪টার সময় কক্সবাজারগামী একটি এ্যামবুলেন্সে তল্লাশী চালিয়ে সীটের নিচে মোড়ানো অবস্থায় ৫০হাজার ইয়াবা উদ্ধার হয়েছে। এসময় ২ এনজিও কর্মীকে আটক করা হয়েছে। এরা হলেন-রামু উপজেলার ধেছুয়াপালং গ্রামের নাজু মিয়ার ছেলে মোঃ শফিউল আলম (৩২) এবং ঢাকা সাভার গবিনাথপুর এলাকার পরিমল রায়ের মেয়ে শিকারাণী দাশ (৪০)। এরা ২জনই উখিয়ার কুতুপালং এমএসএফ এনজিও সংস্থার কর্মচারী বলে বিজিবি সুত্রে নিশ্চিত হওয়া গেছে। তাদের পরিবহণের দায়ে এমএসএফ এনজিও সংস্থার একটি এ্যামবুলেন্স আটক করেছে বিজিবি। ১৭ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল রবিউল ইসলাম জানান, গোপন সুত্রে সংবাদের ভিত্তিতে বিজিবি’র সদস্যরা অভিযান চালিয়ে উক্ত ইয়াবা গুলো উদ্ধার করেছে। উদ্ধারকৃত ইয়াবা ও এ্যামবুলেন্সের মূল্য প্রায় ১ কোটি ৭৫লাখ টাকা।