কক্সবাজার আলো ডেস্ক :
চাকরির খোঁজে শহরে এসে চরম সমস্যায় পড়ে বিএ পাস করা মোশাররফ। কোথাও চাকরি জোটে না। নিদারুণ অর্থাভাবে দিন কাটে। হেটেলে খেয়ে টাকা দিতে না পারায় লোকজন তাকে মারধর করে। বাড়িওয়ালার ভাড়া দিতে পারে না বলে বাড়ি থেকে নামিয়ে দেয়। দিন-রাত কাজের সন্ধানে ঘুরে কোনো ফল হয় না। দুই বেলা পেট ভরে খাওয়ার মত অবস্থা নেই। ক্ষুধার যন্ত্রনা সহ্য করতে না পেরে একসময় পাগলের বেশ ধরে সে- এমন গল্প নিয়ে এগিয়ে যায় নাটক ‘ক্ষুধা’।
আলমগীর রুমানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তার স্ত্রী রোবেনা জুঁইসহ আরও অনেকে। আগামীকাল, ২১ আগস্ট, শুক্রবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি।