সংবাদ বিজ্ঞপ্তি :
মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া ছুরতিয়া সিনিয়র মাদরাসা।
এ উপলক্ষ্যে শনিবার সকালে শিশুকিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা আবুল কালাম মুরাদ। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযুদ্ধা মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য শিক্ষানুরাগী আলহাজ্ব ওবাইদুল হক মিয়াজী।
তিনি বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য নিবেদিত ছিলেন। তার প্রতিটি কাজ ও আচরণ ছিল অনুসরনীয়। বঙ্গবন্ধুর তেজদ্বীপ্ত ভাষণে দেশবাসী সদা উজ্জীবিত ছিল। তাকে কেন্দ্র করেই দেশের স্বাধীনতা। আমরা পরাধীনতা থেকে স্বাধীন দেশে বসবাস করার সুযোগ পেয়েছি বঙ্গবন্ধুর কারণে।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর গৌরময় জীবনের উপর আলোচনা করেন মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা খাইরুল বশর সিরাজী, মাস্টার আবু সৈয়দও মাস্টার আনচারুল হক।
শেষে বঙ্গবন্ধু ও তার পরিবার পরিজনের মাগফিরাত এবং দেশের উন্নতি-সমৃদ্ধি কামণায় বিশেষ মোনাজাত করেন অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মাওলানা আবুল কালাম মুরাদ।