কক্সবাজার আলো ডেস্ক :
চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৫৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি দো’নলা বন্দুক ও দুইটি কার্তুজসহ ২৪০০ পিস ইয়াবা ও ৮৯ লিটার মদ উদ্ধার করা হয়। সোমবার রাতভর জেলা পুলিশের বিশেষ টিম বিভিন্ন উপজেলায় এ অভিযান চালায়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান শীর্ষ নিউজকে গ্রেফতার ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ বিশেষ অভিযানে নিয়মিত মামলার ২৩ জন এবং ১২২ জন সাজা পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে ।
তিনি আরো বলেন, এছাড়া অভিযানের সময় সাতকানিয়া থেকে একটি দো’নলা বন্দুক ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়। চন্দনাইশ ও লোহাগাড়া উপজেলা থেকে ২৪০০ পিস ইয়াবা ও ৭৯ লিটার মদ উদ্ধার করা হয়।