শুক্রবার , ৭ আগস্ট ২০১৫ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কক্সবাজার
  9. করোনাভাইরাস
  10. খেলাধুলা
  11. জাতীয়
  12. জেলা-উপজেলা
  13. পর্যটন
  14. প্রবাস
  15. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

টেকনাফে দুই আধিবাসী নারীকে শ্লীলতাহানীর অভিযোগ

প্রতিবেদক
কক্সবাজার আলো
আগস্ট ৭, ২০১৫ ৮:৩৯ অপরাহ্ণ

আমান উল্লাহ আমান, টেকনাফ :
টেকনাফের হোয়াইক্যং লাতুরিখোলা এলাকায় কলেজ ছাত্রীসহ দুই আধিবাসী নারীকে শ্লীলতাহানী ও মারধরের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে আহতরা কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, গত ৬ আগষ্ট বৃহস্পতিবার হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের ১ম বর্ষের ছাত্রী স্থানীয় থাইংচালা চাকমার কন্যা কিং মে চাকমা কলেজের উদ্দেশ্যে বের হয়। পথি মধ্যে একই এলাকার মৃত নাগু মিয়ার ছেলে আবদুল গফ্ফার, মৃত কানু চাকমার ছেলে থিমং চাকমা, মনিও চাকমার ছেলে পলাশ চাকমা, বিমল চাকমার ছেলে কালাইয়া চাকমা, অংকিও চাকমার ছেলে ছাচিংগা চাকমা গং পূর্ব পরিকল্পিত ভাবে শ্লীলতাহানীর চেষ্টা চালায়। এতে ব্যর্থ হয়ে হামলা চালালে শৌর চিৎকারে তার মা তকি বড়–য়া বাধা প্রধান করলে তার উপরও হামলা চালিয়ে গুরুতর আহত করে। উক্ত অভিযোগগুলো সাংবাদিকদে জানান ছাত্রীর মা থাইং চালা চাকমা। তিনি আরো জানান, তার অনুপস্থিতির সুযোগ নিয়ে স্থানীয় বখাটেরা এ ধরনের নক্যারজনক ঘটনা করেছে। এর আগেও এ ধরনের হামলা চালিয়েছিল। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। এব্যাপারে অভিযুক্তরা জানান, বিষয়টি সত্য নয় এবং ওই সময় আমরা এলাকায় ছিলামনা।
স্থানীয় ইউপি সদস্য দিল মোহাম্মদ জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে হাতাহাতি হয়েছে বলে শুনেছি। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শামীউর রহমান জানান, এধরনের ঘটনার মৌখিক অভিযোগ পেয়েছি। চিকিৎসা শেষে অভিযোগ দায়ের করলে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - কক্সবাজার

https://coxsbazaralo.com/