টেকনাফ প্রতিনিধি :
টেকনাফের হ্নীলায় আপন মামা কর্তৃক ভাগিনীকে হত্যা করার ঘটনা ঘটে। ঘাতক পাষান্ড মামাকে স্থানীয় জনতা আটক করে পুলিশে হস্তান্তর করেছে। হ্নীলা ইউনিয়নের মোচনী নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে ঘটনাটি ঘটেছে। সুত্র জানা যায়, গত ২৪জুলাই শরণার্থী শিবিরের সি ব্লকের ৮৭৯ শেডের ১-২নং রুমের অধিবাসী জয়নালের ১১বছরের শিশুকন্যা তসলিমাকে একই ক্যাম্পে বি ব্লকের ১১৩৪নং শেডের ৩নং রুমে বসবাসকারী লাল মোহাম্মদের ছেলে সলিম অপহরণ করে। ঘটনার পর থেকে দু’জনই নিখোঁজ ছিল। গত ৪আগষ্ট রাতে ঘাতক সলিম ক্যাম্পে আসলে স্থানীয়রা ক্যাম্প পুলিশের সহায়তায় তাকে আটক করে থানায় হস্তান্তর করেছে। ৬ আগষ্ট বৃহস্পতিবার সকালে সলিমকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তার স্বীকারোক্তি মতে টেকনাফের ১৪নং ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তসলিমার লাশ উদ্ধার করেছে এসআই মুফিজুল ইসলাম খাঁনের নেতৃত্বে একদল পুলিশ। এঘটনায় ক্যাম্প ও আশেপাশের এলাকায় আতংক বিরাজ করছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ক্যাম্প ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারী জানান, নিহত তসলিমা এবং খুনী সলিম দু’জনই সম্পর্কে আপন মামা-ভাগিনী। ভাগিনীকে ৪ আনার কানের দুলের লোভে হত্যা করেছে সলিম। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতাউর রহমান খোন্দকার সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত সলিমকে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।