বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০১৫ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কক্সবাজার
  9. করোনাভাইরাস
  10. খেলাধুলা
  11. জাতীয়
  12. জেলা-উপজেলা
  13. পর্যটন
  14. প্রবাস
  15. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

ডিসেম্বরে পৌরসভা নির্বাচন

প্রতিবেদক
কক্সবাজার আলো
আগস্ট ২৭, ২০১৫ ৭:১০ অপরাহ্ণ

ধাপে ধাপে উপজেলা নির্বাচন ভালো হয়নি
কক্সবাজার আলো ডেস্ক :
গেল বছর ৬ ধাপে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের অভিজ্ঞতা ভালো নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ।
তিনি বলেন, ‘কয়েক ধাপে উপজেলা নির্বাচন করার অভিজ্ঞতা খুব ভালো ছিলনা। এজন্য যেসব উপজেলা মেচিউড করা যাবে সেসব উপজেলায় একদিনেই নির্বাচন করার চেষ্টা করা হবে।’ বৃহস্পতিবার দুপুর ১টার মৌলভীবাজার জেলা সার্ভার স্টেশন উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
পৌরসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী ফেব্রুয়ারি মাসে বর্তমান পৌরসভাগুলোর মেয়াদ শেষ হবে। আইন অনুযায়ী ৯০ দিন আগে নির্বাচন করার সুযোগ আছে। সে অনুযায়ী আগামী ডিসেম্বর মাসেই যে সব পৌরসভায় নির্বাচন করা সম্ভব হবে সেসব পৌরসভায় নির্বাচন করা হবে।’ মৌলভীবাজার জেলা সার্ভার স্টেশন উদ্বোধন শেষে নির্বাচন কমিশনার নতুন সার্ভার স্টেশন ভবনের পাশে ফলজ বৃক্ষের চারা রোপন করেন।  এরপর নতুন সার্ভার স্টেশনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  এ সময় আরও উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. শাহ জালাল, জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক।
উল্লেখ্য, গত বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৯ মে পর্যন্ত ৬ ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - কক্সবাজার

https://coxsbazaralo.com/