কক্সবাজার আলো ডেস্ক :
আবার সুরের জাদু ছড়াবেন বলিউড অভিনেতা সালমান খান। নিজের প্রযোজিত ‘হিরো’ ছবিতে গান গাইবেন তিনি। গানটির শিরোনাম ‘ম্যায় হু হিরো তেরা’। লাভসং গানটি কম্পোজ করেছেন অমল মালিক। ইতিমধ্যে গান গাওয়া অবস্থায় তার একটি স্থিরচিত্র প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে কালো টি-শার্ট গায়ে, কানে হেডফোন দিয়ে গানের রেকর্ডিং করছেন বলিউডের এই অভিনেতা। এটাই প্রথম নয়, এর আগে ২০১৪ সালে ‘কিক’ ছবিতে ‘হ্যাঙ্গওভার’ গানটি গেয়েছিলেন ৪৯ বছর বয়সী এই অভিনেতা। নিখিল আদবানি পরিচালিত ‘হিরো’ ছবিতে অভিনয় করেছেন সুরজ পাঞ্চোলি। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন সুনীল শেঠির মেয়ে আতিয়া। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ১১ সেপ্টেম্বর।