এস.এম.ছগির আহমদ আজগরী,পেকুয়া।
কক্সবাজারের পেকুয়ার অন্যতম বয়োজৈষ্ট সংবাদকর্মী এ.বি.এম ছিদ্দিক আর নেই। ইন্নালিল্লাহে——— রাজেউন। গতকাল শনিবার ভোররাত সাড়ে চারটায় তিনি শেষ নিশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮বছর। পারিবারিক সূত্র জানিয়েছে, চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাংয়ের প্রাক্তন মেম্বার মরহুম আলতাজ মিয়ার পুত্র সংবাদকর্মী এ.বি.এম ছিদ্দিক। দীর্ঘদিন ধরে ডায়েবেটিস ও বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে অসুস্থ্য হলে গত মাস খানেক যাবত তিনি চমেক সহ বিভিন্ন স্থানে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। চিকিৎসাধীন থাকাকালে তার পা ও উরুতে ছোট বড় ২-২টি অপারেশন করা হয়। মৃত্যুবালে স্ত্রী, ২ছেলে, ২মেয়ে ছাড়াও আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে যান। গতকাল শনিবার বিকাল ৩টায় উত্তর হারবাং গ্রামের বাড়িতে নামাযে জানাযা শেষে মরহুমের লাশ দাফন সম্পন্ন করা হয়। ২০/২৫বছর যাবৎ এ উপকূলে পত্র পত্রিকা ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে পেকুয়া প্রতিনিধির দায়িত্ব পালন করে আসছিলেন। সেই সাথে চকরিয়া উপজেলা জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ পদেও ছিলেন অধিষ্টিত। প্রবীণ সংবাদকর্মী এবিএম ছিদ্দিকের আকষ্মিক মৃত্যুতে শোক জানিয়েছেন পেকুয়া উপজেলা বিওজেএ’র সভাপতি সাংবাদিক এস.এম.ছগির আহমদ আজগরী। বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি ও সদগতি কামনা করে শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর শোক এবং সমবেদনা জানিয়েছেন।