বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০১৫ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কক্সবাজার
  9. করোনাভাইরাস
  10. খেলাধুলা
  11. জাতীয়
  12. জেলা-উপজেলা
  13. পর্যটন
  14. প্রবাস
  15. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

প্রবল পাহাড়ী ঢলের তোড়ে বেড়িবাঁধ বিলিন : ডুবেছে লোকালয়-আমন ধানের ক্ষেত নষ্ট

প্রতিবেদক
কক্সবাজার আলো
আগস্ট ২০, ২০১৫ ৬:১৬ অপরাহ্ণ

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :
নদী ভাঙ্গনের ফলে বিশাল এলাকা তলিয়ে গেছে পানির নিচে। বিগত কয়েকদিনে ভারি বর্ষনে ঈদগাঁও নদীর উজান থেকে নেমে আসা প্রবল পাহাড়ী ঢলের তোড়ে বেড়িবাঁধ ভেঙ্গে গিয়ে ফসলি জমি, বসত বাড়ি, ও সবজিক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে জালালাবাদের এমইউপি ফরিদুল আলম ফিরুজের মতে, মিয়াজি পাড়া পয়েন্ট ও রাবার ড্যামের একশ গজ ভাটিতে ১৯ আগষ্ট রাত দশটায় বেড়িবাধ ভেঙ্গে গিয়ে লোকালয়ে প্রবেশ করে বন্যার পানি। পানির তোড়ে মিয়াজি পাড়ায় প্রায় পঞ্চাশ গজ ও রাবার ড্যামের পশ্চিমে ত্রিশ গজ বেড়িবাধ বিলিন হয়ে গেছে। ভাঙ্গন কবলিত উপরোক্ত দুই এলাকার প্রায় দুই শতাধিক বসত বাড়ীতে পানি প্রবেশ করেছে। জেলার শষ্য ভান্ডারখ্যাত জালালাবাদ ধমকা বিলের শত শত একর রোপা আমন ধানের ক্ষেত বন্যার পানিতে ডুবে গেছে। বন্যাবাহিত পাহাড়ী পলিমাটি ও বালি জমে এসব ধানক্ষেত নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। বন্যাকবলিত এলাকার জনগণের মতে, বিলিন হওয়া বেড়িবাধ শীঘ্রই সংস্কার না করলে জেলার বৃহত্তম শষ্যক্ষেত্র ধমকা বিলে রোপিত শত শত একর আমন ধান নষ্ট হয়ে ভবিষ্যতে ব্যাপক খাদ্য ঘাটতি দেখা দিতে পারে।

সর্বশেষ - কক্সবাজার

https://coxsbazaralo.com/