সংবাদ বিজ্ঞপ্তি :
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশন (বনপা)’র নির্বাচনে সহ-সভাপতি পদে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন (বিওজেএ)’র কক্সবাজার জেলা শাখার উপদেষ্টা ও কক্সবাজার নিউজ ডট কম (সিবিএন)’র সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, সহ-প্রচার সম্পাদক পদে কক্স মিরর’র সম্পাদক ইশতিয়াক আহমেদ জয়, নির্বাহী সদস্য পদে কক্সবাজার টাইমস ডট নেট (সিটিএন)’র প্রধান সম্পাদক ও বিওজেএ’র জেলা শাখার সহ-সভাপতি সরওয়ার আলম, চকরিয়া উপজেলা শাখার সভাপতি ও চকরিয়া নিউজ ডট কম সম্পাদক জহিরুল ইসলাম এবং উখিয়া নিউজ ডট কম’র সম্পাদক ওবাইদুল হক চৌধুরী আবু নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন (বিওজেএ)’র কক্সবাজার জেলা সভাপতি আনছার হোসেন ও সাধারণ সম্পাদক ইমাম খাইর।তারা বলেন, অনলাইন নিউজ পোর্টালকে অবহেলার কোন সুযোগ নেই। অলনাইনের মালিক ও কর্মরত সংবাদকর্মীরা আগের চেয়ে অনেক বেশী শক্তিশালী। নিজেদের অধিকায় আদায়ের জন্য মালিকরা আজ ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশে অনলাইনকে জগতকে আরো সমৃদ্ধ করার প্রয়াসে পোর্টাল মালিকদের এ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। নেতৃবৃন্দ আশা করেন, নবনির্বাচিতদের যোগ্য নেতৃত্বে অনলাইনে কর্মরত সংবাদকর্মীদের অধিকার প্রতিষ্ঠিত হবে।একসাথে বনপা’র নির্বাচনে বিভিন্ন পদে নির্বাচিতদেরও প্রাণঢালা অভিনন্দন জানান বিওজেএ জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক।
উল্লেখ্য, বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশন (বনপা’র) সাধারণ সভা ও নির্বাচন-২০১৫ ২১ আগষ্ট শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টা থেকে ৬ টা পর্যন্ত ঢাকার নয়াপল্টনস্থ ফ্যামিলি প্ল্যানিং এ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে (এফ পিএভবন) এ সভা ও ২ বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভায় সর্ব সম্মতিক্রমে ৭১ সদস্য বিশিষ্ট কমিটির ৪৪ জন চূড়ান্ত নির্বাচিত হন।
এতে সামসুল আলম স্বপন সভাপতি, সুভাষ সাহা সাধারণ সম্পাদক এবং বেলায়েত হোসেন বেলাল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।