ঢাকামঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪
  1. সর্বশেষ
  2. কক্সবাজার

বাঁকখালী বাঁচাও আন্দোলনের মতবিনিময় সভায় গবেষক মনির

প্রতিবেদক
কক্সবাজার আলো
২৩ আগস্ট ২০১৫, ১০:৫৯ অপরাহ্ণ

Link Copied!

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট নদী গবেষক মনির হোসেন বলেছেন, ‘ সব স্তরের মানুষের সাথে সমন্বয় করে বিলুপ্তের পথে ধাবিত হওয়া বাঁকখালী নদীকে বাঁচাতে আন্দোলন চালাতে হবে। যে আন্দোলন হবে সব দল, মত ও আদর্শের উর্ধ্বে। তবেই বাঁকখালীকে বাঁচানো যাবে হারিয়ে যাওয়ার রাহুগ্রাস থেকে। রোববার রাতে বাঁকখালী বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, কক্সবাজার হচ্ছে অপার সম্ভাবনার নগরী। এর সম্ভাবনা দিনে দিনে বেড়ে চলছে। এই সম্ভাবনাকে আরো এগিয়ে দিতে হলে বাঁকখালীকে অবশ্যই রক্ষা করতে হবে। কেননা এই বাঁকখালী নদীই কক্সবাজার নগরীর মা। তাই বাঁকখালী বাঁচাতে চলমান গণস্বাক্ষর কর্মসূচী সফল ভাবে শেষ করতে সকল দায়িত্বশীলদের একযোগে কাজ করতে হবে। সব ধরনের বিতর্কের উর্ধ্বে থেকে স্বচ্ছভাবে কাজ চালাতে হবে। তবেই কর্মসূচী সফল হবে।
বাঁকখালী বাঁচাও আন্দোলনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল আলীম নোবেলের পরিচালনায় ও সভাপতি মোঃ সরওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন রনি, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কক্সবাজার জেলা সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক আনছার হোসেন, সেভ দ্য নেচার জেলা সভাপতি কল্লো দে, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের জেলা সাংগঠনিক সম্পাদক ইসলাম মাহমুদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাঁকখালী বাঁচাও আন্দোলনের সহ-সভাপতি আজাদ মনসুর, যুগ্ম-সাধারণ সম্পাদক নূরুল আমিন হেলালী, আবদুল্লাহ নয়ন, আইন বিষয়ক সম্পাদক আবু মোস্তফা কামাল, সাংবাদিক মোঃ শফিক। উপস্থিত ছিলেন, আতিকুর রহমান মানিক, ইসা রুহুল্লাহ ও কামরুল হাসান মিনার প্রমুখ।

আরও পড়ুন

পেকুয়ায় নিখোঁজের পর দুই চাচাতো ভাইয়ের মরদেহ উদ্ধার

দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে সেনাবাহিনী: প্রধান উপদেষ্টা

সিরাজগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে গুলি করা কিলার মুছা কক্সবাজারে গ্রেপ্তার

মালয়েশিয়ায় ২১৪ বাংলাদেশিসহ ৬০২ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনী রোডম্যাপ চেয়েছে বিএনপি

দেশে এখন নির্বাচনের চেয়ে সংস্কার জরুরি: জামায়াত

ডুসাটের নতুন সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন 

এবার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন বিমান ও নৌবাহিনীর কর্মকর্তারা

টেকনাফে ছাত্র জনতার উপর হামলার পলাতক আসামী গ্রেফতার

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত থেকে সরানো হলো র‌্যাবকে

রাজনৈতিক দূর্বৃত্তপনার কারণেই বৌদ্ধ বিহারে হামলার বিচার হয়নি

টেকনাফে অস্ত্র দিয়ে যুবককে ফাঁসানোর প্রতিবাদে রাস্তায় নামলেন ছাত্র-জনতা