ঢাকামঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪
  1. সর্বশেষ
  2. উপজেলা

বারবার বন্যার কবলে ঈদগাঁওয়ের ব্যবসায়ীদের মন্দা চলছে

প্রতিবেদক
কক্সবাজার আলো
১ আগস্ট ২০১৫, ৪:৩৭ অপরাহ্ণ

Link Copied!

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :
থেমে থেমে বৃষ্টিপাত, দমকা হাওয়া, মহা বিপদ সংকেত আর বারবার বন্যার কবলে পড়ে কক্সবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারসহ আশপাশের ছোট ছোট বাজারের ব্যবসায়ীদের মাঝে মন্দা চলছে। তারপরেও রাখে আল্লাহ মারে কে অবস্থায় কোন রকম কষ্টের বিনিময়েও তাদের নিজ নিজ ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাচ্ছে। জানা যায়, দক্ষিণ চট্টলার অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে বিভিন্ন গ্রামাঞ্চলের লোকজন নানা ব্যবসা-বাণিজ্য করতে এ বাজারে আসে। অথচ টানা পক্ষকাল ধরে ভারী ও হালকা বৃষ্টিপাতে ছোটবড় ব্যবসায়ীদের মাঝে দেখা দিয়েছে করুণ দশা। বারবার বন্যার আঘাতে ঈদগাঁওর ব্যবসায়ীরা আঘাতপ্রাপ্ত বলে জানান অনেকে। ঈদগাঁও বাজারের একাধিক ব্যবসায়ীরা অন্যান্য সময়ে ব্যবসায়িক জীবনে হাসির ঝিলিক ফুটে উঠলেও কিন্তু বেশ কিছুদিন ধরে বৃষ্টিপাত আর বন্যার কারনে তাদের চোখে মুখে হতাশার কালো ছায়া দেখা দেওয়ার পাশাপাশি মন্দাভাব চলছে। ২০ দিনের ব্যবধানে ঈদগাঁও বাজারে তৃতীয়বারের মত বন্যার পানি ক্ষতবিক্ষত করে দিয়েছে। যে ক্ষতি কখনো পুষিয়ে উঠা সম্ভব নয়, একবারের বন্যায় বাজারে বিভিন্ন দোকানপাটে পানি প্রবেশ করার ফলে লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও তৃতীয় দফা বন্যায় কত লাখ টাকার ক্ষয়ক্ষতি হবে তার হিসাব ও কেউ মিলাতে পারছে না।  তৃতীয়বারের মত বন্যার পানিতে লন্ডভন্ড হয়ে যাওয়া ঈদগাঁও বাজারে দেখা যায়, শুধুমাত্র খাবার হোটেল, ফার্মেসী ও হাসপাতাল ছাড়া অধিকাংশ দোকানপাট বৃষ্টিপাতের কারনে বন্ধ রাখতে হচ্ছে। যার ফলে ব্যবসায়ীরা ব্যবসা করতে না পারায় মহা বিপাকে পড়তে দেখা যায়। বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা ঢাকা-চট্টগ্রাম থেকে লাখ লাখ টাকার মালামাল এনেও তারা পর্যাপ্ত পরিমাণ ব্যবসা-বাণিজ্য করতে না পারায় হতাশায় ভুগছে। অথচ ঈদগাঁও বাজার লাখ লাখ টাকার রাজস্ব আদায় হলেও বাজার উন্নয়নে তেমন কারো মাথাব্যাথা নেই বলে জানান ব্যবসায়ী সহ সচেতন মহল। এ নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশও করেছেন। সব মিলিয়ে বারবার বন্যার আঘাতে বিধ্বস্থ হয়ে পড়া ঈদগাঁও বাজারের ব্যবসায়ীরা রাখে আল্লাহ মারে কে অবস্থায় ঘুরে দাড়াতে চাইলেও পারছে না কোনভাবেই।

আরও পড়ুন

পেকুয়ায় নিখোঁজের পর দুই চাচাতো ভাইয়ের মরদেহ উদ্ধার

দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে সেনাবাহিনী: প্রধান উপদেষ্টা

সিরাজগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে গুলি করা কিলার মুছা কক্সবাজারে গ্রেপ্তার

মালয়েশিয়ায় ২১৪ বাংলাদেশিসহ ৬০২ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনী রোডম্যাপ চেয়েছে বিএনপি

দেশে এখন নির্বাচনের চেয়ে সংস্কার জরুরি: জামায়াত

ডুসাটের নতুন সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন 

এবার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন বিমান ও নৌবাহিনীর কর্মকর্তারা

টেকনাফে ছাত্র জনতার উপর হামলার পলাতক আসামী গ্রেফতার

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত থেকে সরানো হলো র‌্যাবকে

রাজনৈতিক দূর্বৃত্তপনার কারণেই বৌদ্ধ বিহারে হামলার বিচার হয়নি

টেকনাফে অস্ত্র দিয়ে যুবককে ফাঁসানোর প্রতিবাদে রাস্তায় নামলেন ছাত্র-জনতা