কক্সবাজার আলো ডেস্ক :
নাটোরের বড়াইগ্রামে মাত্র ৩টি গ্যাস বেলুন নষ্ট করে ফেলায় ক্ষুদ্ধ হয়ে তৃতীয় শ্রেণির ছাত্রকে শ্বাস রোধ করে হত্যা করেছে তার সৎ মা। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত সৎ মা নাহিদা ও পিতা এমদাদুল হক মিলনকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বড়াইগ্রাম উপজেলার কামারদহ গ্রামের এমদাদুল হক মিলনের প্রথম স্ত্রী কুলসুমের বেগমের ছেলে ইমন (৯) বৃহস্পতিবার সন্ধ্যায় খেলার সময় ৩টি গ্যাস বেলুন নষ্ট করে ফেলে। এতে ক্ষুদ্ধ হয় মিললের দ্বিতীয় স্ত্রী নাহিদা এক পর্যায়ে তার সৎ ছেলে ইমনকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে গলা টিপে হত্যা করে। নিহত ইমন কামারদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। খবর পেয়ে পুলিশ রাতেই লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠান। এ সময় পুলিশ অভিযুক্ত সৎ মা নাহিদা ও পিতা এমদাদুল হক মিলনকে আটক করে।
বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম বলেছেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শিশুটির সৎ মা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।