এফ এম সুমন পেকুয়া :
মগনামা ন্যশনাল সিটি ক্লাব কর্তক আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আজ শুক্রবার সাতঘর পাড়া উন্মুক্ত ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।এতে ইয়ং ষ্টার ক্লাব শরৎঘোনা,লায়ন স্পোটিং ক্লাব ফুলতলাকে হারিয়ে তিন এক গোলে বিজয়ী হয়।এতে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় মাহামুদুল করিম সোহেল।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শারাফত ্উল্লাহ ওয়াসিম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শহিদুল মোস্তফা চৌধুরী(চেযারম্যান মগনামা ইউনিয়ন পরিষদ),খাইরুল এনাম বি এ(সাবেক চেয়ারম্যান)জাকের হোছেন (এমইউপি) এবং শরৎঘোনা ইয়ং স্টার ক্লাবের টীম ম্যনেজার ওবিশিষ্ট সমাজ,সেবক নজরুল ইসলাম।এতে হাজার হাজার দর্শক আনন্দঘন পরিবেশে খেলা উপভোগ করেন।