আবুল বশর পারভেজ, মহেশখালী :
প্রাকৃতিক ঘূর্নিঝড় কোমেন এর প্রভাবে ক্ষতিগ্রস্থ মাতার বাড়ী ইউনিয়নের সকল ওয়ার্ড়ের জনসাধরনের মাঝে জিআর চাউল বিতরণ করেছেন মাতার বাড়ীর চেয়ারম্যান এনামুল হক চৌধুরী রুহুল। প্রতি পরিবারে ১০ কেজী করে ১৪শত জন দরিদ্র ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এ চাউল বিতরণ করেন। গত ২দিন থেকে এ ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার মহেশখালীর আননচার ভিডিপি কর্মকর্তা মোস্থাফ ফরিদুল আলম উপস্থিত থেকে তালিকা তৈরী করে চাউল বিতরণ কার্যক্রম সম্পাদন করেন। স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ , পরিষদ সদস্য, আনচার ভিডিপি,পুলিশ সদস্য চৌকিদারগণ বিতরণ কাজে সহায়তা করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হায়দার, পরিষদের সেক্রেটারী মোহাম্মদ হোসেন,মেম্বার হাজী বশির আহাম্মদ, আনচারুল করিম, আব্দুল হামিদ, স্থানীয় আকতার আহাম্মদ ।