রবিবার , ৯ আগস্ট ২০১৫ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কক্সবাজার
  9. করোনাভাইরাস
  10. খেলাধুলা
  11. জাতীয়
  12. জেলা-উপজেলা
  13. পর্যটন
  14. প্রবাস
  15. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

মিয়ানমার থেকে সোমবার ফিরছেন ১৫৯ বাংলাদেশী

প্রতিবেদক
কক্সবাজার আলো
আগস্ট ৯, ২০১৫ ৪:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :
মিয়ানমার উপকূল থেকে মালেশিয়া যাওয়ার পথে সে দেশের নৌবাহিনীর সদস্যদের হাতে উদ্ধার হওয়া ১৫৯ বাংলাদেশী নাগরিক সোমবার ১০ আগষ্ট ফেরত আনা হচ্ছে। এ উপলক্ষ্যে কক্সবাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র পক্ষ থেকে সব রকমের প্রস্তুতি সমপন্ন হয়েছে বলে ১৭ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: রবিউল ইসলাম জানিয়েছেন।
এর আগে মিয়ানমার ইমিগ্রেশন ন্যাশনাল রেজিষ্ট্রেশন ডিপার্টমেন্ট ও বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির মধ্যে একাধিক বার পতকা বৈঠক অনুষ্টিত হয়। মিয়ানমারের পক্ষে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের উপ-পরিচালক সো-নাইন ও বাংলাদেশের পক্ষে ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো: রবিউল ইসলাম নেতৃত্ব দেবেন বলে বিজিবির সূত্রে এ তথ্য জানাগেছে। আগামী সোমবার ১০আগষ্ট সকাল সাড়ে ১০টায় সীমান্তের জিরো পয়েন্ট ঘুমধুম সংলগ্ন মিয়ানমার বিজিপি ঢেকিবনিয়া ক্যাম্পে এসব অভিবাসীদের হস্তান্তর প্রক্রিয়া করা হবে বলেও বিজিবি জানান। ১৫৯ জনের মধ্যে ১০ জেলার বাসিন্দা রয়েছে। তৎ মধ্যে ১৬ কিশোর রয়েছে বলে আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনির জানিয়েছেন। উদ্ধার হওয়া এসব বাংলাদেশী নাগরিক মধ্যে নরসিংদী জেলার ৮০জন, নারায়ন গঞ্জ ১২জন, কিশোর গঞ্জ ১৩ জন, ফরিদপুর ১২ জন, হবি গঞ্জ ১৭জন, নওগাঁর ২জন, নাটোরের ১ জন, শরিয়ত পুর ১জন, বরিশালের ১জনসহ চট্টগ্রামের ১৮জন বিভিন্ন বয়সের অভিবাসী রয়েছে। ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম জানান, ঘুর্ণিঝড় কোমেন ও বন্যা পরিস্থিতির কারণে গত ৩১ জুলাই অভিবাসীদের ফেরত আনার বিষয়টি স্থগিত করা হয়।

সর্বশেষ - কক্সবাজার

https://coxsbazaralo.com/