বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০১৫ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কক্সবাজার
  9. করোনাভাইরাস
  10. খেলাধুলা
  11. জাতীয়
  12. জেলা-উপজেলা
  13. পর্যটন
  14. প্রবাস
  15. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

যুবলীগ নেতা হাজী মোস্তাক আহমদকে আটকের প্রতিবাদে হোয়াইক্যং যুবলীগের প্রতিবাদ সভা

প্রতিবেদক
কক্সবাজার আলো
আগস্ট ১৩, ২০১৫ ৯:১২ অপরাহ্ণ

টেকনাফ প্রতিনিধি :
টেকনাফ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন সম্পাদক হাজী মোস্তক আহমদকে আইন শৃংখলী বাহিনীর পরিচয়ে আটক ও অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার প্রতিবাদে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩আগষ্ট বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন যুবলীগের কার্যালয়ে ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়েজ উদ্দিন জিকুর  সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুফিজুর রহমান মুফিজের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফ্ফার, উপজেলা যুবলীগ নেতা শেখ শাহ আলম, সাংবাদিক নুরতাজুল মোস্তফা শাহীনশাহ, যুবলীগ নেতা আবু তালেব, মোঃ ইসমাইল, মোঃ বাবুল, আহমদ হোছন সাদেক, হাফেজ আহমদ, আবু বক্কার প্রমুখ। এতে যুবলীগের সিনিয়র নেতৃবৃন্ধ ও সর্বস্থরের যুবলীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দরা বলেন, রাষ্ট্র নায়ক শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর আস্থাভাজন নেতা আলহাজ্ব আবদুর রহমান বদি এমপি এবং উপজেলা চেয়ারম্যান হাজী জাফর আহমদের ইমেজ ক্ষুন্ন করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে উপজেলা যুবলীগ নেতা হাজী মোস্তাক আহমদকে নিজ বাড়ীর সামনে থেকে আইনশৃংখলা বাহিনীর পরিচয়ে কে বা কারা উঠিয়ে নিয়ে যায়। আমরা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবী করছি অনতি বিলম্বে তাকে উদ্ধার করে ফিরেয়ে দেয়ার জন্য।  উল্লেখ্য, ইদানিং তিনি আসন্ন সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে ব্যাপক প্রচারনা চালানো ও সমাজ সেবা এবং জন সংযোগের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করায় অনেকে ইর্ষাণি¦ত হয়েছেন। প্রতিবাদ সভায় যুবলীগ নেতারা উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব জাফর আহমদের পুত্র হাজী মোস্তাককে অক্ষত অবস্থায় উদ্ধারে স্থানীয় সাংসদ আলহাজ্ব আবদুর রহমান বদি এমপি ও জেলা যুবলীগের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ - কক্সবাজার

https://coxsbazaralo.com/