উখিয়া প্রতিনিধি :
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মুহাম্মদ হামিদুল হক পার্বত্য বান্দরবান জেলা শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত হওয়ায় গতকাল ১১আগষ্ট বিকেল ৪টায় তুমব্রু সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক সংবর্ধ্বনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ তাহের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার হারুন অর রশিদ নুরী, বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার খাইরুল বাশার, বাইশফাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার নুরুল কবির, ভাজাবনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার জাহেদ হোসেন, তুমব্রু পশ্চিমকূল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, রেজু গর্জনবনিয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাষ্টার শফিউল ইসলাম, ঘুমধুম ২নং ওয়ার্ডের ইউপি সদস্য দিল মুহাম্মদ ভুট্টো, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুর রহমান, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাষ্টার আব্দুর রহিম, মুজিবুর রহমান, জাহাঙ্গীর আলম, সিরাজুল হক। এসময় উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মর্জিয়া, ফাতেমা সহ সকল শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংবর্ধ্বনা সভা পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাষ্টার শাহজাহান। সভায় বক্তারা বলেন, শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। তাই প্রতিটি শিক্ষককে তেমনি ভাবে জীবন গড়তে হবে। সংবর্ধ্বিত অতিথি মাষ্টার হামিদুল হক তার অনুভূতি ব্যক্ত করে বলেন, আমার এই প্রাপ্য আমি আমার পিতা-মাতা, শিক্ষিক-শিক্ষিকাসহ এলাকার মানুষে নিকট উৎসর্গ করে দিলাম। পাশাপাশি আমাকে অনুপ্রেরণা যোগানোর জন্যে সুযোগ্য শিক্ষা অফিসার আবু আহমেদ এর এবং সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আশ্চার্য্যর নিকট কৃতজ্ঞ জ্ঞাপন করছি। বিশেষ করে উপজেলা শিক্ষা অফিসার আমার এই অর্জনের মূল চাঁবিকাটি। পরিশেষে বক্তারা মাষ্টার হামিদুল হককে অনুসরণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তার এই অর্জনের জন্য সাধুবাদ জানান।