মহেশখালী প্রতিনিধি :
কক্সবাজার জেলার শিক্ষায় পিছিয়ে পড়া দ্বীপ উপজেলা মহেশখালী । স্বাধীনতার পরবর্তীতে এ উপজেলার শিক্ষার হার তুলনামূলক ভাবে বৃদ্ধি পায়নি।
এ উপজেলায় দরিদ্র শিক্ষা বঞ্চিত শিশুদের শিক্ষার অধিকার বাস্তবায়নে শিক্ষার হার প্রসারের লক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক এগিয়ে আসছে। ২০১৩ সাল থেকে সংস্থাটি শিক্ষা বিস্তারে এ উপজেলায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে সেভ দ্যা সিলড্রেনের কারিগরী সহায়তা এবং এনসিটিবির বই ব্যবহার করে ৮৫টি স্কুলের ২২০১ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষার ক্ষেত্রে ঝরে পড়া সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে বিনা মূলে শিক্ষাদান করে আসছে।
শিশু শ্রেনী থেকে শিক্ষা কার্যক্রম শুরুকরা শিক্ষার্থীরা বর্তমানে ৪র্থ শ্রেনীতে অধ্যায়ন করছে। ২০১৬ সালে ৮৫টি স্কুল থেকে ২ হাজার শিক্ষার্থী পিএসসি সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করবে।
শিশুগুলোর পড়ালেখার মান উন্নয়নের স্বার্থে শিখন কর্মসূচি প্রতিটি শিক্ষার্থীদেরকে ১৩টি করে বিনা মূলে খাতা বিতরণ করেছে। সমাপনী পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত প্রয়োজন মত আরো খাতা বিতরণ করা হবে বলে কোডেক সুত্রে জানাগেছে।
খাতা গুলি স্কুলে শ্রেনী কার্যক্রম বাড়ীর কাজ ব্যবহার করবে। ইংরেজী বিষয়ে ৩টি, গনিত বিষয়ে ৩টি, বাংলা বিষয়ে ৩টি, বাংলাদেশ বিশ্ব পরিচয় ,বিজ্ঞান, ধর্ম বিষয়ে একটি, মাসিক মূল্যায়নের জন্য পরীক্ষার খাতা ১টি সহ ১৩টি করে খাতা প্রদান করে। ১৮ আগস্ট দক্ষিণ পুটিবিলা শিখন স্কুলে শিক্ষার্থীদের মাঝে খাতা বিতরণ কালে উপস্থিত ছিলেন সিএমসি কমিটির সভাপতি সাংবাদিক আবুল বশর পারভেজ, কোডেক সংস্থার উপজেলা ম্যানেজার মোঃ রবিউল আউয়াল সুজন, আবু তাহের,সদস্য খুরশিদা বেগম, আজিজা খানম, সেলিনা আকতার, সানজিদা আকতার, খুকি, ফারহানা আকতার ।