এম.শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার :
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ঢেউয়ের ¯্রােতে ভেসে তিন জনকে বিপন্ন অবস্থায় উদ্ধার করা হয়েছে রবি লাইফ গার্ড কর্মীরা। নিখোঁজ রয়েছে মিজানুর রহমান (১০) নামের এক শিশু। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের উত্তর পাশে এ ঘটনা ঘটে। বিকাল ৪টা পর্যন্ত খুজ মেলেনি ওই শিশুর।
নিখোঁজ মিজানুর রহমান কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকার মোহাম্মদ ইব্রাহিমের ছেলে এবং কক্সবাজার পৌর প্রিপ্যারেটরী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র।
কক্সবাজার সৈকতের রবি লাইফ গার্ড ইনচার্জ মোহাং সৈয়দ নুর জানান, ৪ জন শিশু গোসল করতে নামলে ¯্রােতের টানে তারা ভেসে যায়। এদের মধ্যে শিশকে উদ্ধার করা হয়। ভেসে যাওয়া শিশুকে উদ্ধারের জন্য সন্ধান অব্যাহত আছে বলে জানান তিনি।
মোবাইল : ০১৮১৯-০৩৬৪৬০, ০১৭১২-২১৫৫৪৭. ই-মেইল : coxsbazaralo@gmail.com