সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ সি,আই,পি’র মা আলহাজ্ব শাহজাহান বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি রবিবার সকাল সাড়ে ১১টায় চট্রগ্রামস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন। মরহুম শাহজাহান বেগম অবিভক্ত হারবাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম ফজলুল করিম চৌধুরীর স্ত্রী। ১৭ আগষ্ট সোমবার দুপুর ২টায় নিজ গ্রাম চকরিয়া উপজেলার বরইতলীর পহরচাঁদা ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাজা অনুষ্টিত হবে।
এদিকে মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আলহাজ্জ্ব আবদুর রহমান বদি।
শোক বার্তা মরহুমার আত্নার মাগফেরাত কামনা করে শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এমপি আবদুর রহমান বদি।