সিলেট প্রতিনিধি :
এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মৌলভীবাজারের কুলাউড়ায় গলায় ফাঁস দিয়ে বদরুল ইসলাম (১৯) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করছে। রোববার রাতে কোন সময় সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভুকশিমইল ইউনিয়নের কুরবাবনপুর (হাজীবাড়ির) গফুর আলী ছেলে বদরুল ইসলাম কুলাউড়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহন করে একটি বিষয়ে অকৃতকার্য হয়। এ ফলাফল মেনে না নিতে পেরে ক্ষোভে দু:খে ফলাফল প্রকাশের দিন রোববার রাতে তার ঘরের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির লোকজন ঘরে কোন শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তার লাশটি উদ্ধার করা হয়। ভুকশিমইল ইউপি সদস্য আব্দুল সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।