আব্দুল মালেক, সেন্টমার্টিন :
শক্তিশালী ঘূর্নিঝড় কোমেনের আঘাতে লন্ডভন্ড হয়ে যাওয়া সেন্টমার্টিনের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন প্রশাসন। গত ২৮ ও ২৯ জুলাই প্রাকৃতিক ঘূর্নিঝড় কোমেনের আঘাতে সেন্টমার্টিনের প্রায় ৫শ এর বেশি বিধ্বস্ত পরিবারকে ত্রাণ সহায়তা করতে আজ দুপুর ২টা নাগাত টেকনাফ হতে প্রশাসনের একটি টিম ত্রাণসামগ্রী নিয়ে সেন্টমার্টিনে পৌছায়। বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন।পরিদর্শন শেষে টেকনাফ থেকে আগত প্রশাসন কর্মকর্তাগণ ত্রাণ বিতরণ করেন সেন্টমার্টিনের দুর্গত পরিবারকে। সেন্টমার্টিনের ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ত্রাণ দেওয়া হয়। প্রত্যেকটি ওয়ার্ডের ১১ জনকে নগত ৫০০ টাকাসহ ৫কেজি চাইল বিতরণ করেন।
অপরদিকে মৃত ইসলামের পরিবারকে নগত ১০ হাজার টাকা প্রদান করেন। ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন,টেকনাফ কোষ্টগার্ড প্রতিনিধি ল্যাপ্টেন কমান্ডার শাহেদ আজগর চৌধুরী,পরিবার পরিকল্পনা অধিদপ্তর টেকনাফ ইনচার্জ শ্রুতি পুর্ন চাকমা,সেন্টমার্টিন ইউনিয়ন চেয়ারম্যান নুরুল আমিন,সেন্টমার্টিন কোষ্টগার্ডেরর ল্যাপ্টেন দিকশান চৌধুরী,সেন্টমার্টিন হোসাইন জুহুরা ফাউন্ডেশন সভাপতি এম এ রহিম,সাংবাদিক জাবেদ ইকবালসহ উপস্থিত ছিলেন সেন্টমার্টিনের সকল ইউপি সদস্য।
ত্রাণ গ্রহণকারী রহমান বলেন,৫শ টাকা আর ৫কেজি চাওলের জন্য আসিনি,৫দিন ধরে চুলায় আগুন জ্বলছেনা,রাতে থাকতে হচ্ছে খুলা আকাশের নিচে,হারিয়ে ফেলেছি সব। রহমানের মত আশ পাশে থাকা অনেকেই কান্না বিজড়িত কন্ঠে বলছে আমাদের কষ্ট কেউ বুঝেনা।
তথমধ্যে,সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুরুল আলম বলেন,ত্রাণ মন্ত্রণালয়সহ দেশের বিভিন্ন বেসরকারি সংস্থা সেন্টমার্টিন দ্বীপের ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সহায়তার করার জন্য আসস্তত করেন।