সাদ্দাম হোসাইন, টেকনাফ :
কক্সাবাজার জেলার ঝুঁকিপুর্ণ শিশু ও কিশোর কিশোরী সুরক্ষা প্রকল্পের আওতায় বোল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, ৩০ আগষ্ট সকাল ১১টার দিকে হ্নীলা ব্র্যাক কার্যালয়ে ব্র্যাক কিশোর-কিশোরী উন্নয়ন কর্মসূচি হ্নীলা শাখার উদ্যোগে ব্র্যাক হ্নীলা শাখার পি.ও মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কিশোর কিশোরী হ্নীলা শাখার সভাপতি সাদ্দাম হোসাইনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ব্র্যাক কর্মকর্তা আনোয়ার হোছাইন। এতে বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক কর্মকর্তা পলক বড়–য়া, ফারহাদুল আলম প্রমূখ।
সভায় বক্তারা বলেন, সমাজের জন্য বড় ধরণের অভিশাপ হচ্ছে বাল্য বিবাহ ও যৌতুক প্রথা। এ প্রথা দীর্ঘ দিন ধরে চালু থাকলে সমাজের মানুল নি:স্ব হয়ে যাবে। সমাজ ও দেশের শান্তি শৃঙ্খলা পরিপন্থি এ কু-প্রথাকে সমাজ থেকে চিরতরে বন্ধ করতে সকল পর্যায়ের মানুষকে সচেতন ভ’মিকা পালন করতে হবে।