সাদ্দাম হোসাইন,হ্নীলা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসটি ব্যাপক কর্মসূচীর মাধ্যমে পালন করেছে হ্নীলা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম মহান জাতীয় শোক দিবস উপলক্ষ্যে হ্নীলা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে পালন করা হয়। সকাল ৯টায় শোক ও জাতীয় পতাকা উত্তোলন করা হয় ও ১০টায় মিলাদ মাহফিল এবং ১১টায় মরহুম বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জীবনীর উপর আলোচনা সভা প্রধান শিক্ষক এরশাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাশেদ মাহমুদ আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কায়ছার উদ্দিন আহমদ, ফিরুজ আহমদ, মৌঃ শাকের আহমদ, মফিজুর রহমান ও মোঃ তাহের প্রমূখ।