ঢাকামঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়

২২ দলের হিসাব গ্রহণ করেনি ইসি

প্রতিবেদক
কক্সবাজার আলো
১৩ আগস্ট ২০১৫, ৮:১৭ অপরাহ্ণ

Link Copied!

কক্সবাজার আলো ডেস্ক :
২০১৪ সালের আয়-ব্যয়ের হিসাব জমাদানকারী ২৫টি দলের মধ্যে ২২টির প্রতিবেদন গ্রহণ করেনি নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১ আগস্টের মধ্যে এদের হিসাব ফের জমা দিতে বলা হয়েছে। ইসির সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা বলছেন, আইনে নির্ধারিত যে প্রক্রিয়ায় অডিট রিপোর্ট জমা দিতে হয়, ২২টি দল সে প্রক্রিয়া অনুসরণ করেনি। তাই, তাদের জমা দেওয়া হিসাব গ্রহণ করা হয়নি। এ জন্য আগামী ৩১ আগস্টের মধ্যে যথাযথ নিয়ম মেনে দলগুলোকে আবার হিসাব জমা দিতে বলা হয়েছে।  বৃহস্পতিবার ইসির সহকারী সচিব রওশন আরা বেগম স্বাক্ষরিত এক চিঠিতে তাদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে উল্লেখ করা হয়- রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা ২০০৮ অনুযায়ী, প্রত্যেক নিবন্ধিত রাজনৈতিক দলকে প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের অডিট রিপোর্ট জমা দিতে হয়। এক্ষেত্রে একটি রেজিস্টার্ড চার্টার্ড ফার্ম দিয়ে অডিট করার বিধান রয়েছে।
সে মোতাবেক দলগুলো অডিট রিপোর্ট জমা দিয়েছে। কিন্তু দাখিল করা রিপোর্টের বিভিন্ন পৃষ্ঠায় অডিট কোম্পানি এবং দলের উপযুক্ত কর্তৃপক্ষের স্বাক্ষর বা সিলমোহর নেই। সে কারণে আগামী ৩১ আগস্টের মধ্যে দলগুলোকে যথাযথভাবে স্বাক্ষর ও সিলমোহর দিয়ে অডিট রিপোর্ট দাখিল করতে বলেছে কমিশন।
যে সব দলকে ফের হিসাব জমা দিতে হচ্ছে, এগুলোর মধ্যে রয়েছে- প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি (পিডিপি), জাতীয় পার্টি-জেপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী ফ্রন্ট, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, জাতীয় পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় গণতান্ত্রিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ আওয়ামী পার্টি-ন্যাপ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, সাম্যবাদী দল-এমএল, জাকের পার্টি, বাংলাদেশ বিল্পবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
ইসির নির্দেশনা অনুযায়ী, নিবন্ধিত ৪০টি দলের মধ্যে আওয়ামী লীগ, বিএনপিসহ ৯টি দল ৩১ আগস্ট পর্যন্ত সময় চেয়েছিল। ইসির তাদের সময় দিয়েছে। এছাড়া ২৫ দল ৩১ জুলাইয়ের মধ্যে হিসাব জমা দেয়। ছয়টি দল কোনো ধরনের সাড়া দেয়নি।
দল নিবন্ধন আইনে পরপর তিন বছর কোনো দল আয়-ব্যয়ের হিসাব না দিলে, সে দলের নিবন্ধন বাতিল করার বিধান রয়েছে।

আরও পড়ুন

পেকুয়ায় নিখোঁজের পর দুই চাচাতো ভাইয়ের মরদেহ উদ্ধার

দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে সেনাবাহিনী: প্রধান উপদেষ্টা

সিরাজগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে গুলি করা কিলার মুছা কক্সবাজারে গ্রেপ্তার

মালয়েশিয়ায় ২১৪ বাংলাদেশিসহ ৬০২ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনী রোডম্যাপ চেয়েছে বিএনপি

দেশে এখন নির্বাচনের চেয়ে সংস্কার জরুরি: জামায়াত

ডুসাটের নতুন সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন 

এবার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন বিমান ও নৌবাহিনীর কর্মকর্তারা

টেকনাফে ছাত্র জনতার উপর হামলার পলাতক আসামী গ্রেফতার

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত থেকে সরানো হলো র‌্যাবকে

রাজনৈতিক দূর্বৃত্তপনার কারণেই বৌদ্ধ বিহারে হামলার বিচার হয়নি

টেকনাফে অস্ত্র দিয়ে যুবককে ফাঁসানোর প্রতিবাদে রাস্তায় নামলেন ছাত্র-জনতা