ছৈয়দুল আমিন চৌধুরী, টেকনাফ :
ঘুর্ণিঝড় কোমেনের আঘাতে ক্ষতিগ্রস্থ টেকনাফে জরুরী ভিত্তিতে দূর্যোগ কবলিত এলাকায় ত্রাণ ও পূর্ণবাসনের দাবী জানিয়েছেন টেকনাফ উপজেলা বিএনপি। ১ আগষ্ট শনিবার সকাল ১১ টায় লেদাস্থ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যলয়ে উপজেলা বিএনপির আহবায়ক জাফর আলম মেম্বার লিখিত বক্তব্যের মাধ্যমে এ দাবী জানানো হয়। এসময় তিনি, দ্বীপ ইউনিয়ন সেন্টমার্টিন ও শাহপরীরদ্বীপে জরুরী ভিত্তিতে ত্রাণ পৌছেঁ দেয়া ও শাহপরীরদ্বীপে ৫ শতাধিক পরিবারকে পূর্ণবাসনের দাবী জানিয়ে বলেন, বিচ্ছিন্ন বেড়িবাঁধ নিমার্ণ ও সাবরাং-শাহপরীরদ্বীপ সড়ক সংস্কর, দেশের অন্যতম রপ্তানীপন্য চিংড়ি ঘের মালিকদের খাজনা মওকুপ ও ক্ষতিগ্রস্থ চিংড়ি চাষীদের ক্ষতি পূরণ প্রদান, উপজেলা জুড়ে নাফনদীর তীরে অরক্ষিত বেড়িবাঁধ সংস্কার ও পুরো উপজেলায় ঘর-বাড়ী, জান-মালের ক্ষতিগ্রস্থদের জরুরি ভিত্তিতে তালিকা প্রণয়নের মাধ্যমে ত্রাণ সারবাহ ও ক্ষতি পূরণ দেয়ার দাবী জানান। এসময় উপস্থিত ছিলেন, হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধূরী, সাধারণ সম্পাদক আবসার কামাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক জুহুর আলম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল হুদা, সহ-সভাপতি নাছির উদ্দিন, হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখা যুবদলের যুগ্ন-আহবায়ক ছৈয়দুল আমিন চৌধুরী, হোছাইন মোহাম্মদ আনিম, হেলাল উদ্দিন, ওয়ার্ড বিএনপির সভাপতি মো: কালু সাও:, বশির আহমদ, আবুল মঞ্জুর, রহমত উল্লাহ রনি, সম্পাদক হাবিব জং, ওয়ার্ড যুবদলের সভাপতি সোনা মিয়া, মো: সেলিম, সেলিম সরদার, সাধারণ সম্পাদক মো: শাহীন, তোফাইল উদ্দিন ও মো: জুবাইর প্রমূখ।