পেকুয়া প্রতিনিধি :
পেকুয়ায় বন্যা দুর্গতদের মাঝে প্রেস ক্লাবের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। বন্যাদুর্গত অতিক্ষতিগ্রস্ত এলাকা সমূহে পেকুয়া প্রেস ক্লাবের এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলার সদর ইউনিয়নের টেকপাড়া, সাবেকগুলদি, বাঘগুজারা, আবাসন, তেইল্যাকাটা, মচইন্যাকাটা, সাঁকুর পাড়, হরিণাফাড়ি সহ বিভিন্ন এলাকায় কয়েকশ মানুষের মাঝে ত্রাণের চাউল তুলে দেয়া হয়। পেকুয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ছফওয়ানুল করিমের নেতৃত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ক্লাবের সাধারণ সম্পাদক এম আবদুল্লাহ আনসারী, সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, সদস্য এম জোবাইদ, সমাজসেবক আবদুল জাব্বার, আহসান উল্লাহ, জাফর, আশরাফ, মাহমুদুল করিম, আজিম, খোকন, প্রমূখ উপস্থিত ছিলেন।‘বন্যার্তদের দিকে মানবিকতার হাত বাড়িয়ে দিন’ স্লোগান নিয়ে প্রেস ক্লাবের সদস্যরা নিজেদের অর্থায়নে বন্যার্তদের পাশে দাঁড়ান বলে জানিয়েছেন ক্লাব কতৃপক্ষ। প্রেস ক্লাব সভাপতি মো. ছফওয়ানুল করিম জানান, ৩ দপা বন্যায় পেকুয়ায় মানবিক বিপর্যয় হয়েছে। বন্যার্ত মানুষের আহাজারী চলছে পাড়ায় মহল্লায়। পানি কমে গেলেও সর্বনাশা বন্যা রেখে গেছে অনেক ক্ষত চি। নি:স্ব করে দিয়েছে অসহায় মানুষগুলোকে। এমতাবস্থায় পেকুয়ার বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এলাকার বিত্তবানদের নিকট আহবান জানান পেকুয়ার সাংবাদিক মহল।