প্রেস বিজ্ঞপ্তি :
পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে মরহুম আলহাজ্ব সিরাজুল হক সিকদারের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠন শুরু হয়। এই প্রবীন আওয়ামীলীগ নেতা সিরাজুল হক সিকদার ছিলেন নির্লোভ, সাদামাটা ত্যাগী, সৎ সাহসী সংগঠক। তাহার ৪২ বৎসরের রাজনৈতিক জীবনে বাংলাদেশ আওয়ামীলীগ পতাকাবাহী সংগঠনের মহেশখালী উপজেলা শাখার সহ সভাপতির দায়িত্ব সাহসিকতার সহিত পালন করেন। এই নেতা জামায়াত বিএনপির দূর্গের ভিতরে একনিষ্টতার সহিত একনীতির মাধ্যমে পুরা মহেশখালী উপজেলা আওয়ামীলীগ সংগঠনকে মজবুদ সংগঠনে পরিনত করেন। এই ত্যাগী নেতার জীবন থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে আরো মজবুদভাবে সংগঠনকে এগিয়ে নিতে হবে। এই শোককে শক্তিতে পরিনত করে আওায়ামীলীগ এগিয়ে যাবে। আমি শোক সন্তক্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। উক্ত শোক সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী। সভাটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম আজিজুর রহমান। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহেশখালী কুতুবদিয়ার মাননীয় সাংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ও জেলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য ডঃ আনচারুল করিম, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডাক্তার নুরুল আমিন, মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, মহেশখালী পৌরসভার সাবেক মেয়র ছরওয়ার আজম বিএ, মহেশখালী পৌরসভার ভারপ্রাপ্ত সাবেক মেয়র শ্রী পূর্ণ চন্দ্র দে, হোয়ানক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার মীর কাশেম, সাধারণ সম্পাদক গফুর, কুতুবজোম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুর নাগু, সাধারণ সম্পাদক রবিউল আলম, ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জহির ইসলাম সিকদার, সাধারণ সম্পাদক এনামুল করিম, আওয়ামীলীগ নেতা সাবেক বৃহত্তর গোরকঘাটা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম, মহেশখালী ডিগ্রী কলেজের প্রভাষক সোহাগ কামাল, মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহা আলম, মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শামসুল আলম, মহেশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এম. আব্দুল মান্নান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ওয়াজেদ আলী মুরাদ, যুগ্ন আহ্বায়ক হালিমুর রশিদ, যুগ্ন আহ্বায়ক মোবারক হোসেন বারেক, মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাষ্টার আক্তার কামাল, মহেশখালী উপজেলা ভূমিহীন প্রতিনিধি ও সাংবাদিক সিরাজুল হক সিরাজ প্রমুখ। এরপর মোনাজাত পরিচালনা করেন মহেশখালী উলমালীগের সভাপতি মৌলানা রওশন আলী। পরে সিরাজুল হক সিকদারের বাড়ীতে মেজবানে ঐক্যবদ্ধভাবে খাওয়ার জন্য চলে যান।