সাদ্দাম হোসাইন, হ্নীলা :
টেকনাফ সড়কে ইয়াবা ব্যবসায়ীর বেপরোয়া মোটর সাইকেলে চাপা পড়ে ১ রোহিঙ্গা শিশু ঘটনাস্থলে মৃত্যু বরণ করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। ঘাতক চালক মোটর সাইকেল ফেলে পালিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ৪আগষ্ট বিকাল সাড়ে ৪টারদিকে টেকনাফের হ্নীলা রঙ্গিখালীর হাজী ইসমাঈলের পুত্র ও ইয়াবা ব্যবসায়ী মোহাম্মদ ইদ্রিস বেপরোয়া (চট্টমেট্টো-ল-১১-৩৭৮৬) মোটর সাইকেল চালিয়ে টেকনাফের দিকে যাওয়ার পথে লেদা টাওয়ার সংলগ্ন এলাকায় পৌঁছলে সড়ক পার হওয়ার চেষ্টাকালে লেদা রোহিঙ্গা বস্তির সি-ব্লকের ২০১নং শেডের মোহাম্মদ নুরের ৫ বছরের শিশু মেয়ে শওকত আরা মুন্নীর উপর চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শওকত আরার মৃত্যু ঘটে। টেকনাফ মডেল থানার পুলিশ খবর পেয়ে এসআই সানাউল ইসলাম সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মোটর সাইকেলটি জব্দ করে। শিশুর লাশটি দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।