নিজস্ব প্রতিবেদক :
মিয়ানমার থেকে চতুর্থ দফায় আসা ১৫৯ জন বাংলাদেশি অভিবাসী স্ব স্ব গন্তব্যে ফিরে গেছে। বুধবার কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র হতে এরা রওয়ানা দেয়। এর আগে গতকাল মঙ্গলবার অপ্রাপ্ত বয়স্ক ১৭ জনকে রেডক্রিসেন্ট সোসাইটির জিম্মায় রেখে স্বজনদের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন আদালত।
তাদেরও রাতে গাড়ি যোগে বাড়ি পৌছে দেয় রেডক্রিসেন্ট সোসাইটি।
বুধবার দুপুর ১২ টায় বাকী ১৪২ জনকে নিজ জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। তাদের বাড়ি পৌঁছে দিচ্ছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, ফেরত আনা ১৫৯ বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করে ১২ জেলার ১২৬ জন দালালের নাম পাওয়া গেছে। এদের বিরুদ্ধে স্ব জেলায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইএমও) এর ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনীর জানান, এ পর্যন্ত মিয়ানমার থেকে ৫০১ জন ফিরে আসছে। আরো সাড়ে ৪ শ’ বাংলাদেশি আছে তাদের অচিরেই ফিরে আনা হবে। আজ রাতেউ সবাই নিজ বাড়িতে পৌঁছে যাবে বলে জানান তিনি।