সংবাদ বিজ্ঞপ্তি :
চকরিয়া উপজেলার খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার প্রাক্তন অধ্যক্ষ মরহুম মাওলানা আলী আহমদ (রহ.) স্মৃতি পরিষদ গঠিত হয়েছে।
এ উপলক্ষে এক সভা ২৭ সেপ্টেম্বর রবিবার বিকালে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ওমর হামজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ মুহাম্মদ ওমর হামজাকে আহবায়ক করে ১২ সদস্য বিশিষ্ট ‘ অধ্যক্ষ মরহুম অধ্যক্ষ মাওলানা আলী আহমদ স্মৃতি পরিষদ’ গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন- অধ্যাপক মাওলানা রহমতুচ্ছলাম, অধ্যাপক মুহাম্মদ আলী, অধ্যাপক ফরিদুল আলম, মাওলানা মুহাম্মদ নাসির উদ্দিন, কুতুব উদ্দিন মেম্বার, মুহাম্মদ সেলিম, নুরুল ইসলাম জিগর, জসিম উদ্দিন, মুমিনুল হক, আব্দুস সোবহান, ইমাম খাইর ও জাকের উল্লাহ।
স্মৃতি পরিষদকে গতিশীল করতে অধ্যক্ষ মুহাম্মদ ওমর হামজাকে পদাধিকার বলে প্রধান করে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে।
কমিটির সদস্যরা হলেন- সাবেক ছাত্র ও খুটাখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান, মাওলানা নুর আহমদ আনছারী, আলহাজ্ব অধ্যাপক মাওলানা আবু বকর ও অধ্যাপক মুহাম্মদ আলী।
এছাড়া ‘অধ্যক্ষ মরহম মাওলানা আলী আহমদ স্মারক গ্রন্থ’ উপলক্ষে চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আব্দুর রহমানকে প্রধান করে একটি অর্থ কমিটিও গঠন করা হয়।
এ কমিটিতে রয়েছে- আলহাজ্ব অধ্যাপক মাওলানা আবু বকর, নুরুল ইসলাম জিগর, আব্দুস সামাদ, মুমিনুল হক ও আব্দুল কাইয়ুম।
একই সভায় অধ্যক্ষ মরহুম অধ্যক্ষ মাওলানা আলী আহমদ স্মরণে আগামী ১৬ মে একটি স্মরণিকা প্রকাশের সিদ্ধান্ত হয়।
এ উপলক্ষে অধ্যাপক মোহাম্মদ আলীকে প্রধান করে একটি সম্পাদকীয় পরিষদও গঠন করা হয়।
কমিটির সদস্য হিসাবে রয়েছেন- মোহাম্মদ জসিম উদ্দিন, ন.ম ফজলুল করিম, নাসির উদ্দিন, ছৈয়দ আহমদ ও ইমাম খাইর।
এ সময় প্রাক্তন ছাত্র মাওলানা জসিম উদ্দিন, মাঈনুদ্দিন, আমির আব্দুল্লাহ আল রাহিব, মো. শহিদুল্লাহ, এহছানুল হক উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০০৯ সালের ১৬ মে অধ্যক্ষ মরহুম অধ্যক্ষ মাওলানা আলী আহমদ ইন্তেকাল করেন।
এ দিকে সভায় মাওলানা আলী আহমদ স্মৃতি সংখ্যায় প্রকাশের জন্য মাদরাসা প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের লিখা পাঠানোর জন্য আহবান করা হয়েছে।
আগামী ৩১ ডিসেম্বর এর মধ্যে নি¤œ ঠিকানায় যোগাযোগ করে লিখা পাঠাতে হবে।
মুহাম্মদ ওমর হামজা
অধ্যক্ষ
খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা।
মোবাইল- ০১৮১৬-০৫৭৮১২
অথবা
ইমাম খাইর
প্রাক্তন ছাত্র
মোবাইল-০১৮১৫-৪৭১৪০০
khaircox10@gmail.com