বাংলামেইল২৪ :
ঈদের ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরলেন সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম পর্বের পর্বের খেলা শেষে গত ২৩ সেপ্টেম্বর থেকে জাতীয় দলের ক্রিকেটারদের ছুটি দেয়া হয়েছিল। প্রায় সপ্তাহ খানেক ছুটি কাটিয়ে সোমবার থেকে অস্ট্রেলিয়া বধের প্রস্তুতি শুরু করেছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
এদিকে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে কবে আসবে, তা এখনো অনিশ্চিত। স্টিভেন স্মিথদের বাংলাদেশ সফর সংক্রান্ত জটিলতা এখনো নিরসন হয়নি। তবে এরই মধ্যে চট্টগ্রাম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৪ জনের দল থেকে প্রথম দিনের অনুশীলনে ছিলেন সাত জন। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারত সফরে আছেন ছয় জন। আর ব্যক্তিগত কারণে প্রথম দিনের অনুশীলনে ছিলেন না সহ-অধিনায়ক তামিম ইকবাল।
সোমবার দুপুর দুটায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের প্রধান কোচ হাথুরুসিংহে ও ট্রেনার মারিও ভিল্লাভারায়নের উপস্থিতিতে ফিটনেস ট্রেনিং ও ফুটবল অনুশীলনের মধ্য দিয়ে সিরিজের প্রথম দিনের অনুশীলন শুরু করে টাইগার ক্রিকেটাররা। জন্ডিসের কারণে ঈদের আগে এলিট প্লেয়ার্স কন্ডিশনিং কাম্পে থাকতে পারেননি তাইজুল ইসলাম। তবে জন্ডিস কাটিয়ে অনুশীলনে ফিরেছেন এই বাঁহাতি স্পিনার।
প্রথমেই ব্যাট হাতে দেখা যায় বাঁহাতি দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। কিছুক্ষণ ব্যাট হাতে গা গরমের পর ড্রেসিংরুমে প্রবেশ করেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। পরে অবশ্য আবার এসে সতীর্থদের সঙ্গে যোগ দেন তিনি। এরপরই একে একে মাঠে প্রবেশ করেন মুশফিক, মাহমুদুল্লাহ, ইমরুল, মুস্তাফিজ, মোহাম্মদ শহীদ ও তাইজুল ইসলাম।
প্রথম দিনের অনুশীলনে ছিলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, তাইজুল ইসলাম, মোহাম্মদ শহীদ ও মুস্তাফিজুর রহমান। ব্যাঙ্গালুরুতে ভারত ‘এ’ দলের হয়ে সফরে থাকায় প্রথম টেস্টের ঘোষিত দলের ক্রিকেটারদের মধ্যে ছিলেন না মুমিনুল হক, সৌম্য সরকার, নাসির হোসেন, লিটন কুমার দাস, জুবায়ের হোসেন ও রুবেল হোসেন।
আগামী নয় অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। অস্ট্রেলিয়া দল নির্ধারিত সময়ে বাংলাদেশে না এলেও আসন্ন সিরিজের ম্যাচগুলোর সূচি বদলাবে না বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন।