কক্সবাজার আলো ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার গ্রহণ করে তা দেশের তরুণদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন।
শনিবার সন্ধ্যায় জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) সেক্রেটারি জেনারেল হোউলিন ঝাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ওই পুরস্কার তুলে দেন।
বাসস জানায়, পুরস্কার গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা যে ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য কাজ করছি এ পুরস্কার হচ্ছে তারই তাৎপর্যপূর্ণ স্বীকৃতি।’
প্রধানমন্ত্রী তার প্রতিক্রিয়ায় বলেন, ‘এ ধরনের পুরস্কার গ্রহণ করে তিনি সম্মানিত বোধ করছেন।’এ জন্য তিনি আইটিইউকে ধন্যবাদ জানান।
বাংলাদেশের তরুণদের পুরস্কারটি উৎসর্গ করে প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ যেন পিছিয়ে না পড়ে সে জন্য তার সরকার প্রতিটি নাগরিকের তথ্য প্রযুক্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।’
জ্ঞানভিত্তিক টেকসই ভবিষ্যত বিনির্মাণে সব বাধা দূর করতে সকলের সহযোগিতা চান প্রধানমন্ত্রী।