সোয়েব সাঈদ, রামু :
রামু-কক্সবাজার আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল আলোকিত প্রজন্ম হয়ে গড়ে উঠার জন্য কোমলমতি শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষা গ্রহনের আহ্বান জানিয়ে বলেছেন, ইতিহাস-ঐতিহ্যের রামুতে আগামী দিনের নেতৃত্ব দিবে আজকের শিক্ষার্থীরা। ইতিহাস সমৃদ্ধ অঞ্চলে যুগে যুগে দানবীররা মানব উন্নয়নে কাজ করে গেছেন। এ অঞ্চলের দানবীর মরহুম আলহাজ্ব ফজল কবির কোম্পানী এ বিদ্যালয়টি সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। শিক্ষার জন্য নিবেদিত প্রাণ ছিলেন তিনি। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় রামুতে আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি ও ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক কোম্পানী। সহকারি শিক্ষক কায়ছারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মুজিবুল হক পলাশ।
কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত হলে, অতিথিকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান বিদ্যালয় পরিচালনা পরিষদ এবং শিক্ষকবৃন্দ। প্রধান অতিথি ফলক উন্মোচন করে নতুন একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় মোনাজাত পরিচালনা করেন, রামু জামেয়াতুল উলুম মাদরাসার শিক্ষক মৌলানা মোহাম্মদ খোরশেদ আলম।
অনুষ্ঠানে রামু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হক, রাজারকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আলম চৌধুরী, জগৎজ্যোতি চিলড্রেন ওয়েলফেয়ার হোমের পরিচালক রিটা মালাকার, রামু কলেজ পরিচালানা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার মীর কাশেম, রামু কেন্দ্রিয় সীমা বিহারের সাধারণ সম্পাদক তরুন বড়–য়া, জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন, প্রবীন শিক্ষক ফরিদ আহমদ, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, রামু রিপোটার্স ইউনিটি’র সাবেক সভাপতি সোয়েব সাঈদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কক্সবাজারের উপ-সহকারি প্রকৌশলী জামাল উদ্দিন আহমেদ, উপজেলা সৈনিকলীগ সভাপতি মো. ইউনুচ খান, আওয়ামীলীগ নেতা নুরুল হক, কক্সবাজার জেলা মৎস্যজীবি লীগের সহ সভাপতি আনছারুল হক ভূট্টো, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির সদস্য আজিজুল হক আজিজ, স্বেচ্ছাসেবকলীগ নেতা আরিফ খান জয়, আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি শফিকুল ইসলাম, অভিভাবক সদস্য এনামুল হক ও জুলফিকার আলী ভূট্টো, আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দানেসুল আলম, বেলাল আহমদ, সুদর্শন বড়–য়া, হিরসন বড়–য়া, রাজিব দে, রতন কুমার ধর, হারুন অর রশিদ, রমিজ আহমদ, পুষ্পরানী চক্রবর্তী, জেসমিন সুলতানা, দ্বীপান্বিতা বড়–য়া, রহমত উল্লাহ, ঠিকাদার আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাজনৈতিদলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, অভিভাবক এবং বিদ্যালয় ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের স্যানিটারি, পানি সরবরাহ ও বৈদ্যুতিক কাজসহ চারতলা বিশিষ্ট ভবনের একতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজ সম্প্রতি সম্পন্ন হয়েছে। এ ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৬০ লাখ ৬২ হাজার ৮০২ টাকা। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কক্সবাজার জোন এর বাস্তবায়নে এ ভবন নির্মাণকারি প্রতিষ্ঠান মেসার্স দোয়েল কনস্ট্রাকশন।
অনুষ্ঠানে সাইমুম সরওয়ার কমল এমপি আরো বলেন, রামুতে প্রতিষ্ঠিত হচ্ছে ১ লাখ ধারন ক্ষমতার আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, দেশের দ্বিতীয় বিকেএসপি ক্যাম্পাস হচ্ছে রামুতে। মাননীয় প্রথানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ডিজিটালে রূপান্তর হচ্ছে। ইতিহাস-ঐতিহ্য সমৃদ্ধ রামুতে আগামী দিনের রাজা হিসেবে নেতৃত্ব দিবে আজকের প্রজন্মের শিক্ষার্থীরা। তোমরাই হবে আগামী দিনের রামু উপজেলার রাজা।