শনিবার , ৫ সেপ্টেম্বর ২০১৫ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কক্সবাজার
  9. করোনাভাইরাস
  10. খেলাধুলা
  11. জাতীয়
  12. জেলা-উপজেলা
  13. পর্যটন
  14. প্রবাস
  15. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

ঈদগাঁওতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
কক্সবাজার আলো
সেপ্টেম্বর ৫, ২০১৫ ৭:৪৯ অপরাহ্ণ

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে ঝাঁকজমকপূর্ণ পরিবেশে নবম বারের মত দিনব্যাপী জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। বৃহত্তর ঈদগাঁও জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে সভাপতি সুমন কান্তি দে ও সাধারণ সম্পাদক সুমন চৌধুরী আগুনের নেতৃত্বে ভগবান শ্রী কৃষ্ণের পুন্য জন্মাষ্টমী উপলক্ষ্যে ঈদগাঁও বাজারস্থ কেন্দ্রীয় কালিমন্দির প্রাঙ্গনে ৫ সেপ্টেম্বর সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রায় ব্যান্ডদল সহকারে ঈদগাঁও বাসস্টেশন ও বাজারের অলিগলি প্রদক্ষিণ করে। পরবর্তীতে মন্দির প্রাঙ্গনে ধর্মীয় আলোচনা সভা, প্রসাদ বিতরণ, গীতাপাঠ, ভক্তিমূলক গান ও কুইজ প্রতিযোগিতা, সন্ধ্যায় প্রতিযোগীদের পুরষ্কার বিতরণ, রাত্রে শ্রী কৃষ্ণের পূজা ও ফের প্রসাদ বিতরণের মধ্য দিয়ে জন্মাষ্টমী উৎসবের সমাপ্তি ঘটেছে বলে আয়োজক সূত্রে জানা যায়। এ বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন হরিপুর হরিমন্দিরের প্রতিষ্ঠাতা বাবু মৃনাল আচার্য্য, জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, জেলা অদ্বৈত-অচ্যুত মিশনের সভাপতি ডাঃ রূপস পাল, কমলেন্দু আচার্য্য, ডাঃ সঞ্জিত দাস, ব্যবসায়ী পরিমল কান্তি দে, বাবুল মেম্বার, আপণ কান্তি দে, ভোমরিয়াঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় দে, রতন কান্তি দে, কৃষি অফিসার জিকু দাস সুব্রত, ব্যবসায়ী বাবলা পাল, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষক বিকাশ প্রণয় দে, লিটন কান্তি দে সহ শত শত উৎসুক জনতা। শোভাযাত্রায় ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশরাও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

সর্বশেষ - কক্সবাজার

https://coxsbazaralo.com/