এম আবু হেনা সাগর, ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে ২০১৪-১৫ সনের বাপারজোনের মাসিক আলোচনা সভা ১৮ সেপ্টেম্বর সকাল নয়টায় ফরিদ আহমদ কলেজ গেইট সংলগ্ন নিজস্ব কার্যালয়ে বাপারজোন সভাপতি জাহাঙ্গীর বাঙ্গালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদু শুক্কুরের পরিচালনায় অনুিষ্ঠত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ছুরত আলম, আবুল কাশেম, পারভেজ, আবু জাবির ও সাংবাদিক এম. আবুহেনা সাগর। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন নুরুল হুদা, মিজান, বদিউজ্জামান, আবুল হোছন, আলী হোছন, ছাবের আহমদ, জান্নাতুল ফেরদৌস, শাহাদত হোসেন, খুরশেদ, সাবেকুন্নাহার, জেসি আক্তার, জসিম খান, জমিলা আক্তার, ইব্রাহিম, মোহাম্মদ শফি ও মৌলানা ছৈয়দ নুরু। ৭৫টি বাপার জোন প্লটে গর্জন, মেহগনি, আকাশমনি গাছের চারা ইতিমধ্যে রোপন করা হয়। প্রতি প্লটে এক হাজার সাতশটি করে চারা রোপন করা হয়। এমনকি ঐসব প্লটের সদস্যরা সবাই একযোগে বাগানের জঙ্গল পরিষ্কারসহ রক্ষণাবেক্ষণ করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। অন্যথায় বনকর্মকর্তাকে অবহিত করা হবে।