এম আবু হেনা সাগর, ঈদগাঁও :
ঈদগাঁওর চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম আসামীকে অবশেষে আটক করেছে পুলিশ তদন্ত কেন্দ্র। জানা যায়, ১২ সেপ্টেম্বর সকালে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র জালালাবাদ ইউনিয়নের ফরাজী পাড়া থেকে তাকে আটক করে। প্রাপ্ত তথ্য মতে, ঈদগাঁওর চাঞ্চল্যকর জয়নাল আবেদীন হত্যা মামলার অন্যতম আসামী জাফর আলম পুলিশ কর্তৃক আটক হয়েছে। শনিবার সকাল ১১টায় ঈদগাঁও তদন্ত কেন্দ্র পুলিশ তাকে জালালাবাদ ফরাজী পাড়ার তাহেরের দোকান থেকে আটক করে। সে ঐ এলাকার মৃত ছৈয়দ আহমদ সওদাগরের পুত্র এবং জয়নাল হত্যার চার্জশিট ভুক্ত ৭নং আসামী বলে জানা যায়। দীর্ঘদিন সে নানা স্থানে আত্মগোপনে ছিল। এ অভিযানে নেতৃত্ব দেওয়া ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়া তার আটকের সত্যতা নিশ্চিত করেন।