সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০১৫ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কক্সবাজার
  9. করোনাভাইরাস
  10. খেলাধুলা
  11. জাতীয়
  12. জেলা-উপজেলা
  13. পর্যটন
  14. প্রবাস
  15. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

ঈদের বিশেষ বিরতিহীন নাটক ‘ফ্যানপেজ’

প্রতিবেদক
কক্সবাজার আলো
সেপ্টেম্বর ২৮, ২০১৫ ১১:৪৭ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক :
বিশ্ববিদ্যালয়ে শেষ বর্ষের ছাত্র আবির। খুব ভাল গান করে। কিন্তু সঙ্গীত শিল্পী হয়ে ওঠার কোন সুযোগ আসছে না তার। অনেক চেষ্টা করছে কিন্তু কিছুই হচ্ছে না। শুধু ভাল গাইতে জানলেই হয় না, প্রতিষ্ঠা পাবার জন্য আরো অনেক কিছুই থাকা লাগে যা আবিরের নেই। কিন্তু আবিরের একটাই কথা কিছু করলে সেটা ভাল গান দিয়েই করবে। আবিরের ফ্রেন্ড সানিয়া আবিরকে অনেক পছন্দ করে। কিন্তু কখনো বলতে পারে নি। সে চায় আবির অনেক বড় একজন গায়ক হোক। আবিরের এই চেষ্টা  দেখে সে কষ্ট পায়। এক দিন আবির ক্যাম্পাসের এক পাশে বসে  গিটার বাজিয়ে একা একা গান করছিল। সানিয়া সেটা আড়াল থেকে ভিডিও করে, সুন্দর করে সাজিয়ে এডিট করে ছেড়ে দেয় ফেসবুকে। কিন্তু সে কাউকে জানায় নি যে, কাজটা  সে করেছে। ফেসবুকে গানটা বেশ জনপ্রিয় হয়ে যায়। আবির ওই ফেসবুকের আইডি টা চেক করে দেখে একটা ফেক আইডি। আবির এর গানটা এত হিট হয় যে সে অনেক সিনেমার গান এবং এ্যালবামের প্রস্তাব পায়। বিশ্ববিদ্যালয়ের সেই আবির হয়ে যায় জনপ্রিয় সঙ্গীত শিল্পী আবির।
সে খুঁজতে থাকে সেই ব্যক্তিকে যে তার এই পথচলাকে প্রসারিত করেছে। ব্যক্তি আবির থেকে করেছে তারকা আবির।
মিজানুর রহমান আরিয়ানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন- অপুর্ব, শারলিন, টয়া সহ আরও অনেকে।
নাটকটি জিটিভির ঈদ আয়োজনের ৫ম দিন রাত ৯টা ৩০মিনিটে প্রচার হবে।

সর্বশেষ - কক্সবাজার

https://coxsbazaralo.com/