বিনোদন প্রতিবেদক :
আসন্ন ঈদুল আযহায় আসছে হামিদ রনির পরিচালনায় ফোকাস মিডিয়া এর ব্যানারে “আমি তোমারী ছিলাম” শিরোনামের একটি মিউজিক ভিডিও। কিছুদিন আগে বাজারে আসা তরুন কন্ঠশিল্পী এস আর সুমনের প্রথম একক “মন তুমি ছুঁয়ে গেলে” অ্যালবামের গান এটি। এই অ্যালবামটির গীতিকার মাসুদ আহমেদ ও সঙ্গীত পরিচালক ছিলেন সজীব দাস। এতিমধ্যেই ঢাকার ভিবিন্ন মনোরম লোকেশনে ভিডিওটির স্যুাটিং সম্পন্ন হয়। সুমনের সাথে এই গানটিতে দ্বৈত কন্ঠ দিয়েছেন সময়ের প্রতিভাবান ও জনপ্রিয় কন্ঠশিল্পী অরিন। মডেল হিসেছে ছিলেন নিদি ও হৃদয়। কিছু দিনের মধ্যেই দর্শকরা ভিডিওটি টিভি চ্যানেলে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে দেখতে পাবেন। এই প্রসঙ্গে পরিচালক হামিদ রনি বলেন, আমি চেষ্টা করেছি দর্শকদেরকে ভালো একটি ভিডিও উপহার দেওয়ার জন্য। এটি একটি গল্প নির্ভর মিউজিক ভিডিও এবং খুব ট্রাজেডি একটি গল্প দিয়ে তৈরী করা হয়েছে। আশাকরি ভিভিওটি সবার ভালো লাগবে।