ওমর ফারুক ইমরান, উখিয়া :
উখিয়ার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ বাকি বিল্লাহ কে শাস্তি মূলক বদলী করা হয়েছে। তিনি যোগদান করার পর থেকে সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ না করে হরিলুটসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে স্থানীয় ও জাতীয় পত্রিকা সমূহে ঢালাও ভাবে সংবাদ প্রকাশ করা হয়। উক্ত সংবাদ প্রকাশিত হওয়ার পর সম্প্রতি দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৭ম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উখিয়া উপজেলার অতিরিক্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাকি বিল্লাহ ও টেকনাফ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দূর্নীতি ও অনিয়মের কথা উঠে আসে। সংসদীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উখিয়া উপজেলার অতিরিক্ত দায়িত্ব থেকে বাকি বিল্লাহ কে অব্যহতি দেওয়ার জন্য অনুরোধ জানান। পাশাপাশি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পদায়ন না করা পর্যন্ত উখিয়া ও টেকনাফ উপজেলার কাজ পাশ্ববর্তী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তদারকী করবেন। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন-১) মো: একরামুল হক স্বাক্ষরিত স্মারক নং- ৫১.০১.০০০০.০০৩.১৯.০০৬.১৫-৮১৩, সূত্র- ৫১.০১.০০০০.০০৩.১৯.০০৬.১৫-৮১২, তারিখ- ২০-০৮-২০১৫ইং। কক্সবাজার জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, বাকি বিল্লাহ কে উখিয়া থেকে বদলী করা হয়েছে। বদলী হওয়া বাকি বিল্লাহর মুঠো ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।