মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০১৫ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কক্সবাজার
  9. করোনাভাইরাস
  10. খেলাধুলা
  11. জাতীয়
  12. জেলা-উপজেলা
  13. পর্যটন
  14. প্রবাস
  15. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

উখিয়ার প্রবীণ হোমিও চিকিৎসক সর্বশান্ত

প্রতিবেদক
কক্সবাজার আলো
সেপ্টেম্বর ২৯, ২০১৫ ৫:৪৫ অপরাহ্ণ

ওমর ফারুক ইমরান, উখিয়া :
কক্সবাজারের উখিয়া সদর বাজার রোডের পার্শ্বে দীর্ঘ ৫০ বছর ধরে তার নিজ ভোগ দখলীয় পৈতৃক সম্পত্তির উপর গড়ে তোলা হোমিও চিকিৎসা প্রতিষ্ঠানটি হারিয়ে প্রবীণ চিকিৎসক ডাঃ সাধন মোহন দে এখন সর্বশান্ত। বয়সের ভারে নুয়ে পড়া এ চিকিৎসকের অভিযোগ, প্রতিপক্ষ মিথ্যার আশ্রয় নিয়ে আদালতে মামলা দায়ের করায় তার দীর্ঘ দিনের অর্জিত প্রায় দুই লক্ষ টাকার হোমিও ঔষুধ সহ প্রতিষ্ঠানটির অস্তিত্ব বিপন্ন হতে চলেছে।
এ উপজেলার তৎকালীন একমাত্র হোমিও চিকিৎসক মৃত ডাঃ গঙ্গাচরণ দের ছেলে প্রবিণ হোমিও চিকিৎসক ডাঃ সাধন মোহন দে (৮৫) জানান, পৈতৃক সম্পত্তির উপর দীর্ঘ ৫০ বছরের ভোগ দখলীয় হোমিও প্রতিষ্ঠানটি সংস্কারের উদ্যোগ নিলে প্রতিপক্ষ ভাগিনী জামাই উখিয়া কৃষি ব্যাংক কর্মচারী রতন দে সম্পূর্ণ অন্যায়ভাবে উখিয়া থানায় একটি মিথ্যা অভিযোগ করলে, পুলিশ বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংস্কার কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এমতাবস্থায়, ওই রতন দে আবারো শঠামির আশ্রয় নিয়ে কক্সবাজার আদালতে একটি মিথ্যা অভিযোগ করলে আদালত উক্ত স্থাপনার উপর ১৪৪ ধারা জারি করেন। যে কারণে সংস্কারাধীন দোকানে রক্ষিত তার প্রায় দুই লক্ষাধিক টাকার হোমিও ঔষুধ সামগ্রী সহ বিপুল পরিমাণ চিকিৎসা সরঞ্জাম ও মূল্যবান বই পত্র রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। তার ছোট ভাই মুক্তিযোদ্ধা দুলাল দে জানান, রতন দে উক্ত জমিটি জবর দখল করতে ব্যর্থ হয়ে আদালতে মিথ্যার আশ্রয় নিয়েছে। যে কারণে একমাত্র আয়ের উৎস হোমিও ব্যবসা প্রতিষ্ঠানটি হারিয়ে তার বড় ভাই সাধন মোহন দে পরিবার পরিজন নিয়ে অমানবিক দিনযাপন করছে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত ডাঃ সাধন মোহন দে জানান, তিনি আদালতের ন্যায় বিচার কামনা করে অবিলম্বে তার ব্যবসা প্রতিষ্ঠানটি উন্মুক্ত করে দেওয়ার দাবী জানান। উখিয়া কৃষি ব্যাংকে কর্মরত রতন দে জানান, তার শাশুড়ির জমি দখল করে দোকান নির্মাণের চেষ্টা করায় সে আদালতের আশ্রয় নিয়েছে।

সর্বশেষ - কক্সবাজার

https://coxsbazaralo.com/