ওমর ফারুক ইমরান, উখিয়া :
উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোষ্টের বিজিবি সদস্যরা রবিবার সকালে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী গাড়িতে তল্লাশি চালিয়ে ১৯০ পিস্ ইয়াবা সহ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এলাকার মোহাম্মদ শরিফ (২৬) নামের এক ইয়াবা পাচারকারীকে আটক করেছে। বিজিবির নায়েব সুবেদার আবু মুসা জানান, এ ব্যাপারে রামু থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘুমধুম বিজিবির নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, মিয়ানমার থেকে চোরাই পথে আসা ১১ কার্টুন বিয়ার (মাদকদ্রব্য) উদ্ধার করা হয়েছে।