উখিয়া প্রতিনিধি :
উখিয়ায় বিয়ের দাবিতে এক প্রেমিকা তার প্রেমিকের বাড়িতে অনশন চালিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। জানা যায়, উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আবদুল হকের পুত্র সেনা সদস্য মির কাশেমের সাথে রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের দারিয়ার দিঘী (মৌলভী বাজার) গ্রামের মৌলানা আলী মিয়ার মেয়ে তাহেরা বেগম (২০) সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চলে আসছিল। প্রেমের সম্পর্কের এক পর্যায়ে মন দেয়া নেয়ায় তাদের মধ্যে শারিরীক সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি প্রেমিকের পরিবার জানতে পারলে প্রেমিকা তাহেরা বেগম (২০) প্রেমিক মির কাশেম কে বিয়ের জন্য চাপ প্রয়োগ করে আসছিলেন। প্রেমিক বিয়ে করবেন বলে কাল ক্ষেপন করে আসলে প্রেমিকা বিয়ের জন্য জোর দাবী জানান। সম্প্রতি প্রেমিক মির কাশেম কর্মস্থল থেকে গ্রামরে বাড়িতে ছুটিতে আসেন। প্রেমিক ছুটিতে আসার খবর পেলে প্রেমিকা বিয়ের দাবী নিয়ে গতকাল প্রেমিকের বাড়িতে চলে আসে। তবে প্রেমিকের পরিবার প্রেমিকাকে মেনে না নিয়ে ঘরে ঢুকতে দেয়নি বলে জানা গেছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত প্রেমিকা তাহেরা বেগম (২০) প্রেমিকের বাসায় অনশন চালিয়ে যাচ্ছেন এবং প্রেমিকা স্থানীয় চৌকিদার এরশাদ উল্লাহর বাড়িতে হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।